মেডিকেল শিক্ষার্থীরা ট্রাফিক নিয়ন্ত্রণে রাস্তায়

by glmmostofa@gmail.com

নিজস্ব প্রতিবেদক।। 

ছাত্র-জনতার নজিরবিহীন গণঅভ্যুত্থানে শেখ হাসিনার পদত্যাগের প্রেক্ষিতে এবং পুলিশের কর্মবিরতির কারণে দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির দুর্বল হয়ে পড়েছে। এমন অবস্থায় দেশের বিভিন্ন স্থানে ট্রাফিক নিয়ন্ত্রণে মাঠে নেমেছেন মেডিকেল কলেজের শিক্ষার্থীরা।

গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকার পতনের পর দেশে স্থিতিশীল পরিবেশ ফিরিয়ে আনতে এবং নিরবচ্ছিন্ন যোগাযোগ অব্যাহত রাখতে অন্যান্য তরুণ শিক্ষার্থীদের পাশাপাশি মেডিকেল শিক্ষার্থীরাও রাস্তায় যানজট নিরসনে কাজ করছেন। এ কাজে নারী শিক্ষার্থীদেরও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা গেছে।

এরই অংশ হিসেবে, চট্রগ্রাম নগরীর বিভিন্ন পয়েন্টে ট্রাফিক নিয়ন্ত্রণে নিজ উদ্যোগে নিয়োজিত রয়েছেন চট্টগ্রাম মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। এ ছাড়া রংপুর নগরীর বিভিন্ন এলাকায় মেডিকেল শিক্ষার্থীরা সড়কে শৃঙ্খলা ফেরাতে মাঠে রয়েছেন।

এদিকে দেশের এই ক্রান্তিলগ্নে রাজধানীতে ট্রাফিক নিয়ন্ত্রণ ও পরিস্কার-পরিচ্ছন্নতার কাজ করতে দেখা যাচ্ছে শিক্ষার্থীদের। রাত জেগে নিজ নিজ এলাকা পাহারাও দিচ্ছেন এই তরুণরা।

ইতিমধ্যেই বেশ কিছু এলাকায় ডাকাতির চেষ্টার সময় অনেককে আটক করে তুলে দিয়েছেন বর্তমানে দেশব্যাপী মোতায়েন থাকা সেনাবাহিনীর হাতে। সরকারি বিভিন্ন অফিস, থানা এবং সংখ্যালঘুদের বাড়িঘর-উপসনালয়ও পাহারা দিতে দেখা গেছে শিক্ষার্থীদের। যা পুলিশহীন এই শহরে কিছুটা স্বস্তি দিচ্ছে জনজীবনে। কিছু বিষয়ে সামান্য ভোগান্তি হলেও, হাসিমুখে সবাই মেনে নিচ্ছেন ।

You may also like

সম্পাদক : হামীম কেফায়েত

গ্রেটার ঢাকা পাবলিকেশন নিউমার্কেট সিটি কমপ্লেক্স ৪৪/১, রহিম স্কয়ার

নিউমার্কেট, ঢাকা ১২০৫

যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@pran24.com