বরিশালে খতনা করার সময় শিশুর লিঙ্গ কর্তনের অভিযোগ

by glmmostofa@gmail.com

বরিশাল প্রতিনিধি।।

আবারও এক শিশুর সুন্নতে খতনা করতে গিয়ে লিঙ্গ কর্তনের অভিযোগ উঠেছে রহমত মোল্লা (৬০) নামের এক হাজামের বিরুদ্ধে। গত শনিবার (১৭ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে বরিশালের উজিরপুরে বড়াকোঠা ইউনিয়নে এ ঘটনা ঘটে।

স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, উপজেলার বড়াকোঠা ইউনিয়নের সাকরাল গ্রামের মো. সোহাগ আকনের ছেলে মো. ইব্রাহিম আকনের (৭) দুপুর ২টার দিকে সুন্নতে খতনা করেন গোপালগঞ্জ জেলার কোটালিপাড়া উপজেলার হাজাম (ওস্তা) রহমত মোল্লা। খতনা করতে গিয়ে তিনি ওই শিশুর অধিকাংশ লিঙ্গ কেটে ফেলেন।

এ ঘটনার পর অতিরিক্ত রক্তক্ষরণ শুরু হলে শিশুটিকে প্রথমে উজিরপুর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নেওয়া হয়। পরে সেখানে কর্তব্যরত চিকিৎসক শিশুর অবস্থা বেগতিক দেখে উন্নত চিকিৎসার জন্য তাকে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

এসময় ভুক্তভোগীর পিতা সোহাগ আকন জানান, আমার ছেলের জীবন নষ্ট করে দিয়েছে। আমি এর বিচার চাই। আমি ওই ভুয়া হাজামের বিরুদ্ধে থানায় মামলা করব। আমি বর্তমানে ছেলেকে নিয়ে চিকিৎসার জন্য বরিশাল শেবাচিমে হাসপাতালে রয়েছি। পরে উজিরপুর থানায় মামলা দায়ের করব।

এ ঘটনায় অভিযুক্ত রহমত মোল্লাকে ফোন করা হলে তিনি দোষ স্বীকার করে জানান, ‘আমি ভুলবশত লিঙ্গের সামান্য অংশ কেটে ফেলেছি।’

এ বিষয়ে উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মো. জাফর আহম্মেদকে ঘটনার সত্যতার জন্য ফোন করা হলে তিনি বলেন, শিশুর সুন্নতে খতনা করতে গিয়ে লিঙ্গ কর্তনের বিষয়ে আমি জেনেছি। তবে ভুক্তভোগী পরিবারের সাথে যোগাযোগ করলে তাদের পক্ষ থেকে কোন অভিযোগ নেই বলে জানান। শিশুর সুন্নতে খতনায় অভিযুক্ত রহমত মোল্লা সামান্য লিঙ্গ কর্তনে এখন সুস্থ আছেন বলেও জানান তারা।

সম্প্রতি রাজধানীতে খতনা করাতে গিয়ে দুই শিশুর মৃত্যুতে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। গত ৩১ ডিসেম্বর রাজধানীর সাঁতারকুলের ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতালে খতনার জন্য অজ্ঞান করা হয়েছিল শিশু আয়ান আহমেদকে। খতনা করানোর পর ১১ ঘণ্টায়ও তার সংজ্ঞা না ফিরলে গুলশানের ইউনাইটেড হাসপাতালে এনে লাইফসাপোর্টে রাখা হয়। সাত দিন সেখানে থাকার পর গত ৭ জানুয়ারি আয়ানকে মৃত ঘোষণা করা হয়।

আয়ানের চাচার অভিযোগ ছিল, আংশিক অচেতন করে খতনা করানোর কথা থাকলেও চিকিৎসকরা আয়ানকে পুরোপুরি অজ্ঞান করা করেছিল।একইভাবে আরো এক শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে।মালিবাগ চৌধুরীপাড়ার একটি ডায়াগনস্টিক সেন্টারে মঙ্গলবার রাতে খতনা করাতে গিয়ে ওই শিশুর মৃত্যু হয় বলে পুলিশ জানিয়েছে।

আহনাফ তাহমিন আয়হাম নামের ১০ বছর বয়সী ছেলেটি মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের চতুর্থ শ্রেণিতে পড়ত। তার বাবা ব্যবসায়ী ফখরুল আলম, খিলগাঁওয়ে তাদের বাসা।

সন্তানের মৃত্যুর ঘটনায় চিকিৎসকের বিরুদ্ধে অবহেলার অভিযোগ এনে হাতিরঝিল থানায় মামলা করেছেন ফখরুল। পরে ওই হাসপাতাল বন্ধ করে দিয়ে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

You may also like

সম্পাদক : হামীম কেফায়েত

গ্রেটার ঢাকা পাবলিকেশন নিউমার্কেট সিটি কমপ্লেক্স ৪৪/১, রহিম স্কয়ার

নিউমার্কেট, ঢাকা ১২০৫

যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@pran24.com