স্বাস্থ্যের ঊর্ধ্বতন পদে রদবদল, অধিদফতরে ফিরলেন ডা. সেব্রিনা ফ্লোরা

by glmmostofa@gmail.com

নিজস্ব প্রতিবেদক।।

 স্বাস্থ্যসেবা বিভাগের স্বাস্থ্য অধিদফতরের বিভিন্ন বিভাগে ব্যাপক রদবদল করা হয়েছে। অধিদফতরের পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. আহমেদুল কবীরকে আবারও স্বাস্থ্য প্রশাসনের অতিরিক্ত মহাপরিচালকের দায়িত্ব দেওয়া হয়েছে। একইসঙ্গে জাতীয় প্রতিষেধক ও সামাজিক চিকিৎসা প্রতিষ্ঠানের (নিপসম) পরিচালক পদে থাকা অধ্যাপক ডা. মীরজাদি সেব্রিনা ফ্লোরাকে পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের অতিরিক্ত মহাপরিচালক পদে ফেরানো হয়েছে। তিনি এর আগেও স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালকের দায়িত্ব পালন। ফলে কোভিড মহামারীর সময় নিয়মিত ব্রিফিং করে পরিচিত হয়ে ওঠা ডা. মীরজাদি সেব্রিনা ফ্লোরা দুই বছর বাদে ফের স্বাস্থ্য অধিদফতরে ফিরেছেন।

 

বুধবার (৭ ফেব্রুয়ারি) স্বাস্থ্য সেবা বিভাগের পারসোনেল-২ শাখার যুগ্মসচিব মো. মঞ্জুরুল হাফিজ স্বাক্ষরিত স্বাস্থ্য অধিদফতরের দুটি অতিরিক্ত মহাপরিচালক এবং দুটি পরিচালকের পদে রদবদল করে প্রজ্ঞাপন জারি করে।

প্রজ্ঞাপনে জাতীয় প্রতিষেধক ও সামাজিক চিকিৎসা প্রতিষ্ঠানের (নিপসম) পরিচালক পদে নিয়োগ পেয়েছেন ডা. মো. শামিউল ইসলাম। তিনি বর্তমানে স্বাস্থ্য অধিদফতরের পরিচালক (প্রশাসন) হিসেবে কর্মরত আছেন।  আর সিলেট বিভাগের পরিচালক ডা. মো. হারুন-অর-রশিদকে করা হয়েছে প্রশাসন শাখার পরিচালক।

এতে বলা হয়েছে, জনস্বার্থে এ আদেশ জারি করা হল এবং অবিলম্বে কার্যকর হবে’ বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

উল্লেখ্য, করোনার মহামারি সময় নানা অনিয়মের অভিযোগের মুখে স্বাস্থ্য অধিদফতরে ব্যাপক রদবদলের পর ২০২০ সালের ১৩ অগাস্ট অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালকের দায়িত্ব পান ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা। পরে করোনার শুরু হলে এ বিষয়ে নিয়মিত সংবাদ সম্মেলন করে সারাদেশে পরিচিত হয়ে ওঠেন মীরজাদী সেব্রিনা ফ্লোরা।

এর আগে তিনি ২০১৬ সালে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের পরিচালক হিসেবে নিয়োগ পান। পরিচালক হিসেবে নিয়োগ পাওয়ার পর তিনি বাংলাদেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে মহামারি সৃষ্টিকারী ভাইরাস ও রোগ বিস্তার প্রতিরোধে বিভিন্ন নিরাপত্তা ব্যবস্থা নিয়ে গবেষণা করেন।

এর আগে তিনি ২০১৬ সালে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের পরিচালক হিসেবে নিয়োগ পান। পরিচালক হিসেবে নিয়োগ পাওয়ার পর তিনি বাংলাদেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে মহামারি সৃষ্টিকারী ভাইরাস ও রোগ বিস্তার প্রতিরোধে বিভিন্ন নিরাপত্তা ব্যবস্থা নিয়ে গবেষণা করেন।

গত ২০২২ সালের অগাস্টে গুরুতর অসুস্থ হলে সেব্রিনা ফ্লোরাকে চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে লাইফ সাপোর্টে রাখা হয় বেশ কিছুদিন। তারপর সুস্থ হয়ে দেশে ফেরেন ওই বছরের ২৯ ডিসেম্বর। এরপর ২০২৩ সালের ৩১ জানুয়ারি তাকে নিপসমের পরিচালকের দায়িত্ব দেওয়া হয় ।

You may also like

সম্পাদক : হামীম কেফায়েত

গ্রেটার ঢাকা পাবলিকেশন নিউমার্কেট সিটি কমপ্লেক্স ৪৪/১, রহিম স্কয়ার

নিউমার্কেট, ঢাকা ১২০৫

যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@pran24.com