নিজস্ব প্রতিবেদক।।
বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশনের (বিএমএ) সাবেক কোষাধ্যক্ষ ডা. ফখরুল ইসলাম চৌধুরী আর নেই । মঙ্গলবার (১৯ ডিসেম্বর) দিবাগত রাত ৮টার দিকে ঢাকায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল প্রায় ৮০ বছর।
ডা. ফখরুল ইসলাম চৌধুরী (কে-১৯ ব্যাচ) ১৯৬৭ সালে ঢাকা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাস করেন।
তিনি ১৯৯১-৯২ মেয়াদে বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশনের কোষাধ্যক্ষের দায়িত্ব পালন করেন।
এদিকে, ডা. ফখরুল ইসলামের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিএমএ সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন ও মহাসচিব ডা. মো. ইহতেশামুল হক চৌধুরী। শোক বার্তায় ডা. ফখরুল ইসলাম চৌধুরীর বিদেহী আত্মার মাগফিরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন নেতৃবৃন্দ ।