৩৫০ শিক্ষার্থীকে প্রাথমিক চিকিৎসা প্রশিক্ষণ দিলো রেড ক্রিসেন্ট

by glmmostofa@gmail.com

নিজস্ব প্রতিবেদক।।

মতিঝিল আইডিয়াল স্কুল এন্ড কলেজে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির (বিডিআরসিএস) ঢাকা সিটি ইউনিটের উদ্যোগে  দুই দিন ব্যাপি প্রশিক্ষন ক্যাম্প  অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে ৭টি ব্যাচে মোট ৩৫০ জন শিক্ষার্থী অংশগ্রহন করেন। ক্যাম্পে বিশ্বব্যাপী রেড ক্রস রেড ক্রিসেন্ট আন্দোলনের মৌলিক ধারণা ও প্রাথমিক চিকিৎসা বিষয়ক প্রশিক্ষণ প্রদান করা হয়েছে।

শনিবার (৫ অক্টোবর) বিডিআরসিএসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আয়োজকরা জানায়, সোসাইটির সহশিক্ষা কার্যক্রমের আওতায় গত ৪ অক্টোবর শুরু হওয়া ২ দিনব্যাপী প্রশিক্ষণ ক্যাম্প শেষ হয় ৫ অক্টোবর (শনিবার)। ঢাকা সিটি ইউনিটের ১৮ জন প্রশিক্ষিত যুব স্বেচ্ছাসেবকগণ প্রশিক্ষণ প্রদান করেন। প্রশিক্ষণের মাধ্যমে তাদের প্রাথমিক চিকিৎসা সম্পর্কে ধারণা দেওয়া হয়, যা তাদের পারিবারিক ও সামাজিক দায়িত্ব পালনের পাশাপাশি স্বাস্থ্য ঝুঁকি কমাতে সহায়ক ভূমিকা পালন করবে। প্রশিক্ষণে আর্তমানবতার সেবায় বাংলাদেশসহ বিশ্বের ১৯১টি দেশে রেড ক্রস রেড ক্রিসেন্ট আন্দোলনের কর্মীরা কিভাবে নিরলস সেবা দিয়ে যাচ্ছে তা তুলে ধরা হয়।

শনিবার বিকালে  প্রশিক্ষণের সমাপনী অনষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) রফিকুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সরকারের সহযোগী প্রতিষ্ঠান হিসেবে যে কোন দুর্যোগে ক্ষতিগ্রস্ত ও অসহায় মানুষের পাশে দাঁড়ায় এবং প্রয়োজনীয় সবধরণের মানবিক সহায়তা প্রদান করে। এসব মানবিক কর্মকাণ্ডে আমাদের মূল চালিকাশক্তি প্রশিক্ষিত যুব স্বেচ্ছাসেবকরা। দক্ষ যুবশক্তিই আগামীর বাংলাদেশের কাণ্ডারী। একটি দক্ষ ও মানবিক রাষ্ট্র গড়ে তুলতে এ ধরণের প্রশিক্ষণ প্রদান অত্যন্ত জরুরী বলে আমি মনে করি।

সভাপতির বক্তব্যে মতিঝিল আইডিয়াল স্কুলের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ এমাম হোসাইন বলেন, লেখাপড়ার পাশাপাশি বিভিন্ন বিষয়ে মৌলিক জ্ঞান শিক্ষার্থীদের আরো দক্ষ হতে সহায়তা করে। ফার্স্ট এইড প্রশিক্ষণ একটি অত্যাবশ্যকীয় জীবনঘনিষ্ঠ প্রশিক্ষণ। এ সম্পর্কে সকলেরই ধারণা থাকা অত্যন্ত প্রয়োজন বলে আমি মনে করি। বিশ্বের সবচে বড় মানবিক সংগঠন হিসেবে রেড ক্রিসেন্ট’র এমন উদ্যোগকে আমরা সাধুবাদ জানাই।

এসময় আরও উপস্থিত ছিলেন বিডিআরসিএসের ঢাকা সিটি ইউনিটের কার্যনির্বাহি কমিটির সদস্য ইঞ্জিনিয়ার শেখ পারভেজ উদ্দিন আহমেদ, যুব ও স্বেচ্ছাসেবক বিভাগের পরিচালক ইমাম জাফর সিকদার এবং মতিঝিল আইডিয়াল স্কুল এন্ড কলেজের ব্যবস্থাপনা পর্ষদের সদস্যবৃন্দ।

You may also like

সম্পাদক : হামীম কেফায়েত

গ্রেটার ঢাকা পাবলিকেশন নিউমার্কেট সিটি কমপ্লেক্স ৪৪/১, রহিম স্কয়ার

নিউমার্কেট, ঢাকা ১২০৫

যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@pran24.com