২৪ সহযোগী অধ্যাপককে বদলি ও পদায়ন

by glmmostofa@gmail.com

নিজস্ব প্রতিবেদক।।

সরকারি বিভিন্ন হাসপাতাল, মেডিকেল কলেজসহ স্বাস্থ্য প্রতিষ্ঠানে কর্মরত স্বাস্থ্যসেবা বিভাগের ২৪ কর্মকর্তাকে (সহযোগী অধ্যাপক) বদলি ও পদায়ন আদেশ দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।

রোববার (১৭ ডিসেম্বর) স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত দুটি প্রজ্ঞাপন জারি করা হয়।

স্বাস্থ্যসেবা বিভাগের উপসচিব মোহাম্মদ রুহুল কদ্দুস স্বাক্ষরিত দুটি আলাদা প্রজ্ঞাপনে এ আদেশ দেওয়া হয়।

এতে বলা হয়, পুনরাদেশ না দেওয়া পর্যন্ত বিসিএস (স্বাস্থ্য) ক্যাডার/ স্বাস্থ্য সার্ভিসের নিম্নবর্ণিত কর্মকর্তাদের তাদের নামের পাশে বর্ণিত পদ ও কর্মস্থলে বদলি ও পদায়ন করা হলো।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, বদলি/পদায়নকৃত কর্মকর্তারা পরবর্তী পাঁচ কর্মদিবসের মধ্যে বদলিকৃত কর্মস্থলে যোগদান করবেন। অন্যথায় ষষ্ঠ কর্মদিবস থেকে বর্তমান কর্মস্থলে তাৎক্ষণিক অব্যাহতি (স্ট্যান্ডরিলিজ) মর্মে গণ্য হবেন।

 

You may also like

সম্পাদক : হামীম কেফায়েত

গ্রেটার ঢাকা পাবলিকেশন নিউমার্কেট সিটি কমপ্লেক্স ৪৪/১, রহিম স্কয়ার

নিউমার্কেট, ঢাকা ১২০৫

যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@pran24.com