নিজস্ব প্রতিবেদক।।
দেশের অন্যতম শীর্ষস্থানীয় বেসরকারি পপুলার মেডিকেল কলেজের মাইক্রোবায়োলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. হাসিনা ইকবাল মারা গেছেন (ইন্না লিল্লাহে ওয়াইন্না ইলাইহি রাজিউন)।
শনিবার (৯ ডিসেম্বর) দিনগত মধ্যরাত ৩টার দিকে ম্যাসিভ হার্ট অ্যাটাকে আকস্মিক মৃত্যুবরণ করেন তিনি। পপুলার মেডিকেল কলেজ কর্তৃপক্ষ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক পেজে এ খবর নিশ্চিত করেছে।
শোক সংবাদে তারা বলেছে, পপুলার মেডিকেল কলেজের মাইক্রোবায়োলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. হাসিনা ইকবাল গতরাত আনুমানিক ৩টায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
রোববার (১০ ডিসেম্বর) সকাল ১০টায় পপুলার মেডিকেল কলেজ ক্যাম্পাসে তার জানাজা অনুষ্ঠিত হয়।
জানা গেছে, ডা. হাসিনা ইকবাল ছিলেন ফরিদপুর মেডিকেল কলেজের ৭ম ব্যাচের শিক্ষার্থী। ডা. হাসিনা ইকবাল ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) সার্জারি বিভাগের অধ্যাপক ডা. এজেডএম মাহফুজুর রহমানের সহধর্মিনী ছিলেন।
৫৪