স্বাস্থ্য সংস্কার কমিশনের প্রধান হলেন জাতীয় অধ্যাপক ডা. এ কে আজাদ খান

by glmmostofa@gmail.com

নিজস্ব প্রতিবেদক।। 

জাতীয় অধ্যাপক গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট ডা. এ কে আজাদ খানকে রাষ্ট্র সংস্কারের অংশ হিসেবে সরকারের নেওয়া সিদ্ধান্ত অনুযায়ী স্বাস্থ্য সংস্কার কমিশনের প্রধান করা হয়েছে।

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় সচিবালয়ে সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

এ ছাড়া আরও তিনটি সংস্কার কমিশন গঠন করা হয়েছে বলে জানিয়েছেন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। সেগুলো হলো—শ্রমিক অধিকার, নারী অধিকার ও গণমাধ্যম সংস্কার কমিশন।

এর মধ্যে গণমাধ্যম সংষ্কার কমিশনের প্রধান হিসেবে কামাল আহমেদ, শ্রমিক অধিকার সংষ্কার কমিশনের প্রধান হিসেবে সৈয়দ সুলতানউদ্দিন আহমেদ ও নারী বিষয়ক কমিশনের প্রধান হিসেবে শিরিন হককে মনোনীত করা হয়েছে।

এর আগে ছয়টি সংস্কারের জন্য কমিশন গঠন করেছিল ড. ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। এ নিয়ে মোট ১০টি সংস্কার কমিশন গঠন করা হয়েছে ।

You may also like

সম্পাদক : হামীম কেফায়েত

গ্রেটার ঢাকা পাবলিকেশন নিউমার্কেট সিটি কমপ্লেক্স ৪৪/১, রহিম স্কয়ার

নিউমার্কেট, ঢাকা ১২০৫

যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@pran24.com