নিজস্ব প্রতিবেদক।।
কার্ডিয়াক সার্জন অধ্যাপক ডা. নাজমুল হোসেনকে স্বাস্থ্য শিক্ষা অধিদফতরের নতুন মহাপরিচালক (ডিজি) হিসেবে নিয়োগ পেয়েছেন। এর আগে তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজের কার্ডিয়াক সার্জারি বিভাগের অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন।
বুধবার (২৮ আগস্ট) স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের পারসোনেল-১ শাখার উপসচিব দূররেনেওয়াজ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ নতুন নিয়োগ আদেশ দেওয়া হয়েছে।
রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, পদায়নকৃত কর্মকর্তার স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের পার-১ শাখার মেইল per1@mefwd.gov.bd এ প্রদান করবেন। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
এর আগে পারিবারিক সমস্যা দেখিয়ে স্বেচ্ছায় অব্যাহতি চেয়েছিলেন স্বাস্থ্য শিক্ষা অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. টিটো মিয়া।
গত রোববার (১৯ আগস্ট) অধ্যাপক ডা. টিটু মিয়া গণমাধ্যমকে নিজেই এ তথ্য নিশ্চিত করেছিলেন।