স্বাস্থ্য ক্যাডারের পদোন্নতি: এখন থেকে আবেদন করার প্রয়োজন নেই

by glmmostofa@gmail.com

নিজস্ব প্রতিবেদক।।
দেশে সরকারি (বিসিএস স্বাস্থ্য ক্যাডার) চিকিৎসকদের পোস্টিং, প্রমোশন, পদোন্নতি নানা জটিলতা রয়েছে। তবে এই পদোন্নতি নিয়ে এখন থেকে কোনো ধরনের আবেদনের প্রয়োজন নেই বলে জানিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। এখন থেকে বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের কর্মকর্তারা এইচআরএম হালনাগাদপূর্বক বিসিএস ব্যাচ, মেধা ও যোগ্যতা অনুযায়ী স্বয়ংক্রিয়ভাবে পদোন্নতি পাবেন বলেও জানিয়েছে মন্ত্রণালয়।

সম্প্রতি স্বাস্থ্য সেবা বিভাগের পার-২ শাখার উপসচিব মো. আমিনুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের কর্মকর্তদের নিকট থেকে আবেদন গ্রহণ না করে হিউম্যান রিসোর্স ইনফরমেশন সিস্টেম হালনাগাদপূর্বক বিসিএস ব্যাচ, মেধাক্রম ও অন্যান্য যোগ্যতা অনুসারে স্বয়ংক্রিয়ভাবে প্রস্তুতকৃত তালিকা মোতাবেক পদোন্নতি প্রদানের সিদ্ধান্ত যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক গৃহীত হয়েছে।

বিজ্ঞপ্তিতে, কর্মকর্তদের পদোন্নতির জন্য হিউম্যান রিসোর্স ইনফরমেশন সিস্টেম হালনাগাদপূর্বক বিসিএস ব্যাচ, মেধাক্রম ও অন্যান্য যোগ্যতা অনুসারে স্বয়ংক্রিয়ভাবে প্রস্তুতকৃত তালিকা স্বাস্থ্য সেবা বিভাগে প্রেরণ করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে।

You may also like

সম্পাদক : হামীম কেফায়েত

গ্রেটার ঢাকা পাবলিকেশন নিউমার্কেট সিটি কমপ্লেক্স ৪৪/১, রহিম স্কয়ার

নিউমার্কেট, ঢাকা ১২০৫

যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@pran24.com