স্বাস্থ্য অধিদফতর: ডা. সেব্রিনা ফ্লোরাসহ ৪ কর্মকর্তা বদলি

ডিজিসহ দুর্নীতিগ্রস্ত কর্মকর্তাদের পদত্যাগ দাবি চিকিৎসকদের

by glmmostofa@gmail.com
নিজস্ব প্রতিবেদক।।
নতুন সরকার গঠিত হওয়ার পর থেকে প্রশাসনে ব্যাপক রদবদল হচ্ছে। এর মধ্যে বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদফতরের দুই অতিরিক্ত মহাপরিচালকসহ চার কর্মকর্তাকে সরানো হয়েছে।
স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা এবং অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. আহমেদুল কবীরকে স্বাস্থ্য অধিদফতরে থেকে বদলি করা হয়েছে। পাশাপাশি জাতীয় প্রতিষেধক ও সামাজিক চিকিৎসা প্রতিষ্ঠানের (নিপসম) পরিচালক অধ্যাপক ডা. শামিউল আলম এবং জনস্বাস্থ্য ইনস্টিটিউটের (আইপিএইচ) পরিচালক অধ্যাপক ডা. কাজী শফিকুল হালিমকে পরবর্তী পদায়নের জন্য স্বাস্থ্যসেবা বিভাগে ন্যস্ত করা হয়েছে।
বৃহস্পতিবার (২২ আগস্ট) স্বাস্থ্যসেবা বিভাগের পার-২ শাখার সহকারী সচিব এম.কে হাসান জাহিদের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ বদলির আদেশ দেওয়া হয়।
প্রজ্ঞাপনে অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরাকে নিপসমের পরিচালক হিসেবে এবং অধ্যাপক ডা. আহমেদুল কবীরকে আইপিএইচ’র পরিচালক বদলি করা হয়েছে।
এদিকে, সদ্য নিয়োগ পাওয়া স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক (ডিজি) এবং অতিরিক্ত মহাপরিচালকদের পদত্যাগের দাবি জানিয়েছে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) এবং বৈষম্যবিরোধী চিকিৎসক কর্মকর্তা কর্মচারীরা।
বৃহস্পতিবার সকালে মহাখালী টিবি গেটের নতুন ডিজি হেলথ কমপ্লেক্সের সামনে আয়োজিত বিক্ষোভ সমাবেশে এ দাবি জানানো হয়।
সমাবেশে বক্তারা বলেন, স্বাস্থ্য অধিদফতরের নতুন নিয়োগপ্রাপ্ত ডিজি রোবেদ আমিনসহ সব দুর্নীতিবাজ কর্মকর্তাদের ডিজি হেলথসহ সকল প্রতিষ্ঠান থেকে অপসারণ করতে হবে। স্বাস্থ্য অধিদফতরের রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি ছড়িয়ে আছে, পাশাপাশি কর্মকর্তা-কর্মচারীরা যে বৈষম্যের স্বীকার তা নিরসন করতে হবে।
এর আগে ১৮ আগস্ট এক প্রজ্ঞাপনে স্বাস্থ্য অধিদফতরের ভারপ্রাপ্ত ডিজি হিসেবে নিয়োগ দেওয়া হয় বিশিষ্ট মেডিসিন বিশেষজ্ঞ অধ্যাপক ডা. রোবেদ আমিনকে।

You may also like

সম্পাদক : হামীম কেফায়েত

গ্রেটার ঢাকা পাবলিকেশন নিউমার্কেট সিটি কমপ্লেক্স ৪৪/১, রহিম স্কয়ার

নিউমার্কেট, ঢাকা ১২০৫

যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@pran24.com