স্বাস্থ্য অধিদফতরের ভারপ্রাপ্ত নতুন মহাপরিচালক ডা. আবু জাফর

by glmmostofa@gmail.com
নিজস্ব প্রতিবেদক।।
অধ্যাপক ডা. মো. আবু জাফরকে স্বাস্থ্য অধিদফতরের ভারপ্রাপ্ত নতুন মহাপরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের  পেডিয়াট্রিক সার্জারি বিভাগের চিকিৎসক ছিলেন।  একই আদেশে আগের ভারপ্রাপ্ত মহাপরিচালক অধ্যাপক ডা. মো. রোবেদ আমিনকে পরবর্তী উপযুক্ত পদায়নের জন্য স্বাস্থ্য সেবা বিভাগে সংযুক্ত করা হয়েছে।
মঙ্গলবার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের সিনিয়র সহকারী সচিব মো আবু রায়হান দোলনের সই করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।
সরকার পতনের পর পরিবর্তিত পরিস্থিতিতে স্বাস্থ্য বিভাগে ব্যাপক রদবদলের মধ্যে অধ্যাপক ডা. এবিএম খুরশীদ আলমকে সরিয়ে গত ১৮ অগাস্ট অধ্যাপক ডা. রোবেদ আমিনকে ভারপ্রাপ্ত মহাপরিচালক করে সরকার। তবে বিএনপিপন্থি চিকিৎসক ও কর্মচারীদের বাধার মুখে তিনি দায়িত্ব পালন করতে পারেননি। দায়িত্ব নেওয়ার পর একদিনও অধিদফতরে যেতে পারেননি তিনি।
তার নিয়োগের শুরু থেকেই তার নিয়োগ বাতিলের দাবিতে আন্দোলন করেন বিএনপিপন্থি চিকিৎসক-কর্মচারীরা। তার পদত্যাগের দাবিতে ১৯ অগাস্ট মহাখালীর ডিএনসিসি ডেডিকেটেড কোভিড হাসপাতালে এক সভায় স্বাস্থ্য উপদেষ্টার সামনেই হট্টগোল করেন চিকিৎসক-কর্মচারীরা।
পরে গত ১২ সেপ্টেম্বর থেকে স্বাস্থ্য শিক্ষা অধিদফতরের  মহাপরিচালক অধ্যাপক ডা. নাজমুল হোসন অতিরিক্ত দায়িত্ব হিসেবে স্বাস্থ্য অধিদফতরের ভারপ্রাপ্ত মহাপরিচালকের দায়িত্বে ছিলেন।
তীব্র ছাত্র-জনতার আন্দোলনের মুখে গত ৫ অগাস্ট শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়ে ভারতে পালিয়ে যান। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর প্রশাসনে ব্যাপক রদবদলের ধাক্কা লাগে স্বাস্থ্যখাতের বিভিন্ন সেক্টরে।

You may also like

সম্পাদক : হামীম কেফায়েত

গ্রেটার ঢাকা পাবলিকেশন নিউমার্কেট সিটি কমপ্লেক্স ৪৪/১, রহিম স্কয়ার

নিউমার্কেট, ঢাকা ১২০৫

যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@pran24.com