স্বাস্থ্যসেবায় দেশসেরা রাজশাহী মেডিকেল হাসপাতাল

দ্বিতীয় এমএজি ওসমানী

by glmmostofa@gmail.com

নিজস্ব প্রতিবেদক।। 

দেশের মেডিকেল কলেজ হাসপাতালগুলো মধ্যে প্রথম স্থান অধিকার করেছে রাজশাহী মেডিকেল কলেজ ও হাসপাতাল। তালিকার দ্বিতীয়তে রয়েছে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ ও হাসপাতাল।

 মঙ্গলবার (৯ জানুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশিত স্বাস্থ্য ব্যবস্থা শক্তিশালীকরণ (হেলথ সিস্টেমস স্ট্রেনদেনিং-এইচএসএস) রেটিংস (নভেম্বর, ২০২৩) অনুযায়ী দেশের মেডিকেল কলেজ হাসপাতালগুলোর স্কোরিং অনুযায়ী এসব তথ্য জানা গেছে।

জানা গেছে, হেলথ সিস্টেমস স্ট্রেনদেনিং স্কোর তৈরিতে ১০টি সূচকে মোট ১০০ পয়েন্ট নির্ধারণ করা হয়েছে। মানসহ সূচকগুলো হলো— সেবা প্রদান, এই সূচকের মান ৭ দশমিক ২। এছাড়াও জনবল (সূচকের মান ৭ দশমিক ৬), স্বাস্থ্য বিষয়ক তথ্য প্রদান (সূচকের মান ১৮ দশমিক ৬), প্রয়োজনীয় ওষুধ/যন্ত্রপাতি/ সেবা/অবকাঠামোগত সুবিধা (সূচকের মান ২ দশমিক ১৭), নেতৃত্ব/সুশাসন/ব্যবস্থাপনা (সূচকের মান৩ দশমিক ৪৩)।

আরও রয়েছে সেবা প্রাপ্তির সুযোগ (সূচকের মান ২০ দশমিক ৫), গুণগত সেবা প্রদান (সূচকের মান ১২), সেবার পরিধি (সূচকের মান ১২), নিরাপদ সেবা প্রদান (সূচকের মান ২ দশমিক ৫) এবং স্থানীয় পর্যবেক্ষণ (সূচকের মান ১৪) নির্ধারণ করা হয় ।

You may also like

সম্পাদক : হামীম কেফায়েত

গ্রেটার ঢাকা পাবলিকেশন নিউমার্কেট সিটি কমপ্লেক্স ৪৪/১, রহিম স্কয়ার

নিউমার্কেট, ঢাকা ১২০৫

যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@pran24.com