সোহরাওয়ার্দী মেডিকেলের নতুন অধ্যক্ষ হলেন ডা. জাকিউল

by glmmostofa@gmail.com

নিজস্ব প্রতিবেদক।। 

শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের (এসএইচএসএমসি) নতুন অধ্যক্ষ হিসেবে অধ্যাপক ডা. সাকি মো. জাকিউল আলমকে নিয়োগ দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের পারসোনেল-১ শাখার উপসচিব দূর-রে-শাহওয়াজ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাঁকে এ নিয়োগ দেওয়া হয়েছে।

এতে বলা হয়, ‘বিসিএস স্বাস্থ্য ক্যাডারের নিম্নবর্ণিত কর্মকর্তাদেরকে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত তাঁদের নামের পার্শ্বে বর্ণিত পদ ও কর্মস্থলে পদায়ন করা হলো। রাষ্ট্রপতির আদেশক্রমে এবং জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।’

অধ্যাপক ডা. সাকি মো. জাকিউল আলমকে ছাড়াও একই প্রজ্ঞাপনে আরও চার মেডিকেলের নতুন অধ্যক্ষ নিয়োগ করা হয়েছে।

জানতে চাইলে অধ্যাপক ডা. জাকিউল আলম  বলেন, ‘আমার অধীনে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেলের শিক্ষার্থী এবং শিক্ষক রয়েছেন। তাঁদেরকে ভালো রাখার জন্য আপ্রাণ চেষ্টা থাকবে। সেইসঙ্গে মানসম্মত শিক্ষার পরিবেশ নিশ্চিত করা। শিক্ষকদের সাথে আলোচনা করে আরও ভালো শিক্ষার মান দেওয়া যায়, সেটি করবো।’

তিনি আরও বলেন, ‘আমার ইচ্ছা শিক্ষার্থীদের ছাত্রাবাসের ব্যবস্থাপনা আরও উন্নত করা। শিক্ষার্থীদের ভালো থাকা এবং খাওয়ার ব্যবস্থা করা আমার প্রথম দায়িত্ব।’

অধ্যাপক ডা. জাকিউল আলম বলেন, ‘অনেক শিক্ষকই আছেন হাসপাতালের সেবার সাথে জড়িত। সেই সেবাটা কিভাবে আরেকটু ভালো করা যায়, সেটিও নজরে থাকবে। তাঁরা স্বনামধন্য শিক্ষক ও চিকিৎসক, তারা আগেও সেবা দিয়েছেন এবং কাজ করছেন। সেবা দিতে গিয়ে তাঁদের কোনো প্রতিবন্ধকতা আছে কিনা। এ বিষয়েও আলোচনা করবো।’

অধ্যাপক ডা. জাকিউল আলমের গ্রামের বাড়ি চাঁদপুর জেলার ফরিদগঞ্জে। বেড়ে ওঠা চাঁদপুর শহরে। তিনি ১৯৮৫ সালে কুমিল্লা জেলা স্কুল থেকে এসএসসি পাস করেন এবং ১৯৮৭ সালে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে এইচএসসি পাস করেন। পরে অধ্যাপক ডা. জাকিউল আলম ঢাকা মেডিকেল কলেজের (ডিএমসি) কে-৪৫তম ব্যাচ থেকে এমবিবিএস সম্পন্ন করেন। এরপর তিনি বিসিএস স্বাস্থ্য ক্যাডারে যোগদান করেন। তারপর ঢাকা মেডিকেল কলেজ থেকে উচ্চতর কোর্স সম্পন্ন করেন।

অধ্যাপক ডা. জাকিউল আলম কর্মজীবনের সোনালী সময় কাটিয়েছেন দিনাজপুর মেডিকেল কলেজে। সেখানে প্রায় ১২-১৩ বছর কর্মরত ছিলেন। ২০২২ সালে অধ্যাপক পদে পদোন্নতি পান ডা. জাকিউল আলম। এরপর তিনি শহীদ সোহরাওয়ার্দী মেডিকেলে বদলি হয়ে আসেন।

পরে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেলের মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন অধ্যাপক ডা. জাকিউল আলম।

You may also like

সম্পাদক : হামীম কেফায়েত

গ্রেটার ঢাকা পাবলিকেশন নিউমার্কেট সিটি কমপ্লেক্স ৪৪/১, রহিম স্কয়ার

নিউমার্কেট, ঢাকা ১২০৫

যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@pran24.com