সেনাবাহিনীর হেলিকপ্টারে মুমূর্ষু প্রসূতিকে উদ্ধার, হাসপাতালে সন্তানের জন্ম

by glmmostofa@gmail.com

নিজস্ব প্রতিবেদক।।

ফেনীর ফুলগাজী এলাকায় পানিবন্দি হয়ে পড়া এক মুমূর্ষু প্রসূতিকে সেনাবাহিনীর হেলিকপ্টারযোগে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে তিনি পুত্রসন্তান জন্ম দিয়েছেন। ওই প্রসূতি মায়ের নাম মোছাম্মৎ সুমি বেগম।

বাংলাদেশ সেনাবাহিনী খবর পেয়ে হেলিকপ্টারের মাধ্যমে তাকে উদ্ধার করে কুমিল্লার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নিলে সেখানে তিনি পুত্রসন্তান প্রসব করেন। বন্যার্তদের উদ্ধারে ৬ জেলায় সশস্ত্র বাহিনীর সদস্যরা নানাভাবে কার্যক্রম পরিচালনা করে যাচ্ছেন।

শনিবার (২৪ আগস্ট) দুপুরে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

আইএসপিআর জানায়, দেশের উত্তর-পূর্বাঞ্চল ও দক্ষিণ-পূর্বাঞ্চলে বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় বর্তমানে মৌলভীবাজার, হবিগঞ্জ, কুমিল্লা, ফেনী, চট্টগ্রাম এবং খাগড়াছড়িতে বন্যার্তদের উদ্ধার কার্যক্রমে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর বিভিন্ন ইউনিট ও কন্টিনজেন্ট নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বাংলাদেশ সশস্ত্র বাহিনীর বিভিন্ন ইউনিট ও কন্টিনজেন্টসমূহ গত ২৪ ঘণ্টায় বন্যাকবলিত জেলাসমূহে প্রায় ৫৫টি বোট ও হেলিকপ্টারের মাধ্যমে প্রায় সাড়ে ৯ হাজার বন্যাদুর্গত ব্যক্তিকে উদ্ধার করে বিভিন্ন আশ্রয়কেন্দ্রে নিয়েছে।পাশাপাশি সশস্ত্র বাহিনী প্রায় পাঁচ হাজার বন্যার্তদের মাঝে ত্রাণ ও খাদ্য সামগ্রী বিতরণ করেছে।

আইএসপিআর আরও জানিয়েছে, বন্যা কবলিত জেলাগুলোতে চিকিৎসা সহায়তার জন্য সশস্ত্র বাহিনীর উল্লেখযোগ্য সংখ্যক মেডিক্যাল টিম মোতায়েন রয়েছে। বন্যাদুর্গত এলাকায় চিকিৎসা সেবা প্রদানের পাশাপাশি শুক্রবার ফেনীর ফুলগাজী থেকে অন্তঃসত্ত্বা মোছাম্মৎ সুমি বেগমকে মুমূর্ষু অবস্থায় সেনাবাহিনীর হেলিকপ্টারের মাধ্যমে উদ্ধার করে কুমিল্লা সিএমএইচে নেওয়া হলে তিনি পুত্রসন্তান প্রসব করেন।

আইএসপিআর জানায়, সশস্ত্র বাহিনীর সকল পদবীর সদস্যদের এক দিনের বেতনের সমপরিমাণ অর্থ বন্যার্তদের সহযোগিতায় প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে জমার পাশাপাশি সশস্ত্র বাহিনী সদস্যরা নিজস্ব ব্যবস্থাপনায় জরুরী ত্রাণ সংগ্রহের কার্যক্রমও পরিচালনা করছেন।এছাড়া শুক্রবার সেনাবাহিনী প্রধান, বিমান বাহিনী প্রধান এবং সশস্ত্র বাহিনী বিভাগের  প্রিন্সিপাল স্টাফ অফিসার (পিএসও) হেলিকপ্টারযোগে বন্যাদুর্গত এলাকাসমূহ পর্যবেক্ষণ করেন ও উদ্ধার কাজে নিয়োজিত সশস্ত্র বাহিনী সদস্যদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়।

You may also like

সম্পাদক : হামীম কেফায়েত

গ্রেটার ঢাকা পাবলিকেশন নিউমার্কেট সিটি কমপ্লেক্স ৪৪/১, রহিম স্কয়ার

নিউমার্কেট, ঢাকা ১২০৫

যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@pran24.com