সুষ্ঠুভাবে মেডিকেল ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

'কলেজগুলোর মানোন্নয়ন না হলে ভালো চিকিৎসক তৈরি করা সম্ভব নয়'

by glmmostofa@gmail.com

নিজস্ব প্রতিবেদক।।

সরকারি-বেসরকারি মেডিকেল কলেজের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৭ জানুয়ারি)  রাজধানী ঢাকাসহ দেশের ১৯টি কেন্দ্রের ৫৩টি ভেনুতে পরীক্ষা হয়েছে।এদিন সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত ১ ঘণ্টার এ পরীক্ষায় অংশ নেন পরীক্ষার্থীরা। এর আগে সকাল ৮টা থেকে তল্লাশি শেষে কেন্দ্রে প্রবেশ করেন পরীক্ষার্থীরা।

জানা গেছে, এবছর আবেদন জমা পড়েছে ১ লাখ ৩৫ হাজার ২৬১টি। কোটাসহ মেডিকেলে মোট আসন ৫ হাজার ৩৮০টি। এ হিসাবে এই বছর একটি আসনের পরিবর্তে ২৫ জন শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশ নিয়েছেন। পরীক্ষা শেষে ভালো ফলাফলের প্রত্যাশা করেন তারা।

ঢাকা রেসিডেন্সিয়াল কলেজ কেন্দ্র পরিদর্শন শেষে স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগম বলেন, আসন বৃদ্ধি নয় বরং কলেজগুলোর সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার। একইসঙ্গে সরকার অধিক সংখ্যক শিক্ষক নিয়োগের কথা ভাবছে বলেও জানান তিনি।

দেশের মেডিকেল কলেজগুলোর মানোন্নয়ন না হলে ভালো চিকিৎসক তৈরি করা সম্ভব নয় বলে মন্তব্য করে স্বাস্থ্য উপদেষ্টা বলেন, আসন বৃদ্ধির কী দরকার আছে? কোয়ালিটি ঠিক রাখতে না পারি, প্রফেসর দিতে না পারি, ভালো শিক্ষক না পাই, তাহলে ভালো ডাক্তার কোত্থেকে তৈরি হবে? কাজেই আমাদের এগুলো ভাবতে হচ্ছে, ভাবার চেষ্টা করছি।

এজন্য চিকিৎসা বিজ্ঞানের এই বিদ্যাপীঠগুলোয় আসন সংখ্যা না বাড়িয়ে মান বাড়াতে অন্তর্বর্তী সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে বলে জানান তিনি।

শান্তিপূর্ণ পরিবেশে কোনো গোলযোগ ছাড়া ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন উপদেষ্টা জানিয়েছেন।

দেশের সরকারি ৩৮টি মেডিকেল কলেজে আসন সংখ্যা ৫ হাজার ৩৮০টি। এর মধ্যে নারায়ণগঞ্জ মেডিকেল কলেজে এখনও শিক্ষা কার্যক্রম শুরু হয়নি। বেসরকারি ৬৭টি মেডিকেল কলেজে ৬ হাজার ২৯৩টি আসন রয়েছে

স্বাস্থ্য শিক্ষা অধিদফতর  থেকে জানা  গেছে, দেশে মোট মডিকেল কলেজ রয়েছে ১১০টি। এর মধ্যে সরকারি মেডিকেল কলেজ ৩৭টি ও বেসরকারি মেডিকেল কলেজ ৬৭টি। এ ছাড়া একটি আর্মড ফোর্সেস মেডিকেল কলেজ ও পাঁচটি বেসরকারি আর্মি মেডিকেল কলেজ রয়েছে।

সরকারি মেডিকেল কলেজে ভর্তি হতে হয় মেধাতালিকার ভিত্তিতে। ভালো কলেজে ভর্তি হন তালিকার প্রথম থাকা শিক্ষার্থীরা। কোটাসহ সরকারিতে ৫ হাজার ৩৮০ ও বেসরকারিতে ৬ হাজার ২৯৫ শিক্ষার্থী ভর্তির সুযোগ পাবেন। এদিকে, আগামী ২৮ ফেব্রুয়ারি ব্যাচেলর অব ডেন্টাল সার্জন (বিডিএস) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

 

You may also like

সম্পাদক : হামীম কেফায়েত

গ্রেটার ঢাকা পাবলিকেশন নিউমার্কেট সিটি কমপ্লেক্স ৪৪/১, রহিম স্কয়ার

নিউমার্কেট, ঢাকা ১২০৫

যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@pran24.com