‘সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ রোগীদের সুস্থ করতে সর্বোচ্চ চেষ্টা করবো’

বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীতে স্বাস্থ্যমন্ত্রীর পুষ্পস্তবক অর্পণ

by glmmostofa@gmail.com

নিজস্ব প্রতিবেদক।। 

গাজীপুরের সিলিন্ডার বিস্ফোরণে আহত চিকিৎসাধীন রোগীদের বর্তমান শারীরিক অবস্থার  সর্বশেষ তথ্য তুলে ধরে স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন বলেছেন,  সিলিন্ডার বিস্ফোরণে চিকিৎসাধীন রোগীদের মধ্য থেকে এখন পর্যন্ত ৫ জন রোগী মারা গেছেন। অন্যদের মধ্যে যাদের ৮০ শতাংশের বেশি দগ্ধ তারাও আশংকাজনক অবস্থায় আছেন। আমরা আমাদের সর্বোচ্চ চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছি, তবে আশংকার বাইরে আমরা এখনো কাউকে রাখছি না। ভর্তিকৃতদের যা যা সেবা লাগে তা আমরা সবাইকেই সমান গুরুত্ব দিয়ে দিচ্ছি। এখানে একজন রোগীরও চিকিৎসা ক্ষেত্রে কোনরকম ত্রুটি রাখা হচ্ছে না। আমরা শেষ সময় পর্যন্ত আমাদের সর্বোচ্চ চিকিৎসা সেবা দিয়ে দগ্ধ রোগীদের সুস্থ করার চেষ্টা চালিয়ে যেতে থাকব।”

রোরবার (১৭ মার্চ) সকালে  বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মদিন উপলক্ষে ধানমন্ডি ৩২ নং রোডস্ত জাতির পিতার স্মৃতিস্তম্ভ এবং শেখ হাসিনা জাতীয় বার্ণ এন্ড প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটে জাতির পিতার স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন স্বাস্থ্যমন্ত্রী ডা সামন্ত লাল সেন। পরে তিনি সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন।

এর আগে স্বাস্থ্যমন্ত্রী সকাল ৬ টায় প্রথমে ধানমণ্ডি ৩২ নং-এ, এবং সকাল ৮ টায় শেখ হাসিনা জাতীয় বার্ণ এন্ড প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন এবং জাতির পিতার আত্মার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

স্বাস্থ্যমন্ত্রী এসময় স্মৃতিস্তম্ভ এর সামনে নিরবে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকেন এবং জাতির পিতার আত্মার প্রতি শান্তি কামনা করেন।

পরে পুষ্পস্তবক অর্পণ শেষে শেখ হাসিনা জাতীয় বার্ণ এন্ড প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটে উপস্থিত মিডিয়া কর্মীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন স্বাস্থ্যমন্ত্রী ডা সামন্ত লাল সেন।

এসময় স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক এবিএম খুরশীদ আলম, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক শাহান আরা বানুসহ মন্ত্রণালয়ের উর্দ্ধতন কর্মকর্তা ও চিকিৎসকগণ এসময় স্বাস্থ্যমন্ত্রীর সাথে উপস্থিত ছিলেন।

 

You may also like

সম্পাদক : হামীম কেফায়েত

গ্রেটার ঢাকা পাবলিকেশন নিউমার্কেট সিটি কমপ্লেক্স ৪৪/১, রহিম স্কয়ার

নিউমার্কেট, ঢাকা ১২০৫

যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@pran24.com