সিটি ডেন্টাল কলেজে রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ ঘোষণা 

by glmmostofa@gmail.com

নিজস্ব প্রতিবেদক।। 

রাজধানীর সিটি ডেন্টাল কলেজের অভ্যন্তরে যেকোনো রাজনৈতিক কার্যক্রম সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করেছে কলেজ কর্তৃপক্ষ।

মঙ্গলবার (৩০ জুলাই) কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মীর আইয়ুবুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

শিক্ষার্থীদের উদ্দেশ্য দেওয়া ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘সিটি ডেন্টাল কলেজ জন্মলগ্ন থেকে সম্পূর্ণ অরাজনৈতিক প্রতিষ্ঠান। কিছু সংখ্যক ছাত্র একটি রাজনৈতিক সংগঠন কলেজের নাম ব্যবহার করে গঠন করছে, যা কলেজ কর্তৃক অনুমোদিত নয় এবং বেআইনি। তাদেরকে কলেজের নাম ব্যবহার করা থেকে বিরত থাকতে বলা হয়েছে। কলেজে তাদের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ।’

‘নতুন শিক্ষার্থীদের অবগতির জন্য জানানো যাচ্ছে, সিটি ডেন্টাল কলেজ গঠনতান্ত্রিকভাবে একটি সম্পূর্ণ অরাজনৈতিক প্রতিষ্ঠান। এখানে যে কোনো ধরনের রাজনৈতিক সংগঠন সম্পূর্ণভাবে নিষিদ্ধ ও বেআইনি। এ ব্যাপারে আরও বিস্তারিত জানতে চাইলে কলেজ গভর্ণিং বডির চেয়ারম্যান অধ্যাপক ডা. এ এস এম বদরুদ্দোজা মহোদয়ের সাথে যোগাযোগ করা যেতে পারে’—বলা হয় বিজ্ঞপ্তিতে।

জানতে চাইলে অধ্যাপক ডা. মীর আইয়ুবুর রহমান আজ বুধবার (৩১ জুলাই) বিকেলে  বলেন, ‘আমাদের কলেজে প্রথম থেকেই রাজনীতি নিষিদ্ধ, যেটি কলেজের গঠনতন্ত্রেই লেখা আছে। এ ছাড়া সব প্রাইভেট কলেজেই রাজনীতি করার অনুমতি নেই। কলেজের ভিতরে কেউ রাজনীতি করতে পারবে না।’

‘তবে ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠন ছাত্রলীগ সম্প্রতি কলেজের নাম ব্যবহার করে কমিটি করেছে। তবে কলেজের ভেতরে তারা কোনো কার্যক্রম পরিচালনা করছে না, এমনকি মিছিল-মিটিও না। এটা করার অনুমতিও নেই’—যোগ করেন  অধ্যাপক ডা. মীর আইয়ুবুর রহমান।

You may also like

সম্পাদক : হামীম কেফায়েত

গ্রেটার ঢাকা পাবলিকেশন নিউমার্কেট সিটি কমপ্লেক্স ৪৪/১, রহিম স্কয়ার

নিউমার্কেট, ঢাকা ১২০৫

যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@pran24.com