সাত বেসরকারি মেডিকেলের ইন্টার্ন চিকিৎসকরা বর্ধিত ভাতা পাচ্ছেন 

by glmmostofa@gmail.com

নিজস্ব প্রতিবেদক।। 

সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত ইন্টার্ন চিকিৎসকদের ভাতা পাঁচ হাজার টাকা বাড়িয়ে ২০ হাজার করার ঘোষণা দিয়েছেন। ভাতা বৃদ্ধির দাবিতে আজ রোববার (৯ জুন) ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি শুরুর কয়েক ঘণ্টার মধ্যে এ ঘোষণা দেয় মেডিকেল কলেজ কর্তৃপক্ষ। ফলে কর্মবিরতি স্থগিত করেছেন চিকিৎসকরা।

এ ছাড়া বর্ধিত ভাতা প্রদানের ঘোষণা দিয়েছেন আরও ছয় মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ। সেগুলো হলো—বাংলাদেশ মেডিকেল কলেজ, জহিরুল ইসলাম মেডিকেল কলেজ, গ্রিন লাইফ মেডিকেল কলেজ, গাজীপুর ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ, উত্তরা আধুনিক মেডিকেল কলেজ ও নর্থ ইস্ট মেডিকেল কলেজ।

এর মধ্যে ইন্টার্নদের বর্ধিত পাঁচ হাজারসহ মোট ২০ হাজার টাকা করে ভাতা দিয়েছে গ্রীণ লাইফ মেডিকেল কলেজ হাসপাতাল ও গাজীপুর ইন্টারন্যাশনাল মেডিজেল কলেজ।

এ ছাড়াও বেশ কিছু মেডিকেল কলেজ হাসপাতাল ইন্টার্ন চিকিৎসকদের ভাতা পাঁচ হাজার টাকা বাড়িয়ে ২০ হাজার টাকা করে দেওয়ার বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে। তাঁরা জুন মাস থেকে ইন্টার্নদের ভাতা ২০ হাজার টাকা করে দিবে বলে জানা গেছে।

জানতে চাইলে গত মাসে (মে) ইন্টার্ন চিকিৎসকদের বর্ধিত ভাতা আদায়ে নেতৃত্ব দেওয়া ডা. শরিফুল আহসান রাকিব সন্ধ্যায়  বলেন, ‘স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেনের সঙ্গে ইন্টার্ন চিকিৎসকদের বর্ধিত ভাতা বিষয়ে কথা বলেছি। তখন স্বাস্থ্যমন্ত্রী সকল ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নিয়ে কথা বলেছেন। এখানে সরকারি-বেসরকারি বলে কোনো পার্থক্য থাকার কথা না। বেসরকারি কর্তৃপক্ষের সদিচ্ছা থাকলেই এ ভাতা প্রদান করতে পারেন। এ যুগে ১৫ হাজার টাকায় জীবন যাপন করা মোটেও সম্ভব না।’

ইন্টার্ন চিকিৎসক অভিযোগ, মন্ত্রীর এমন নির্দেশনার পরও বিভিন্ন বেসরকারি মেডিকেল কলেজ কর্তৃপক্ষ বর্ধিত ভাতা প্রদান করছে না। এমনই প্রেক্ষাপটে ঈদ সামনে রেখে আন্দোলন শুরু করেছেন নবীন চিকিৎসকর।

তাদের ঘোষণা, বর্ধিত ভাতা প্রদান করা না হলে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে যাবেন তারা।

এর আগে ইন্টার্ন চিকিৎসকদের দীর্ঘ দিনের দাবির পরিপ্রেক্ষিতে গত ৮ এপ্রিল তাদের ভাতা পাঁচ হাজার টাকা বাড়িয়ে ২০ হাজার করে সরকার। বর্ধিত এ ভাতা একই মাসের ১ তারিখ থেকে কার্যকর হয়। সরকারি মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা বর্ধিত ভাতা পেলেও বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত ইন্টার্ন চিকিৎসকরা এতদিন বর্ধিত ভাতা পায়নি।

 

You may also like

সম্পাদক : হামীম কেফায়েত

গ্রেটার ঢাকা পাবলিকেশন নিউমার্কেট সিটি কমপ্লেক্স ৪৪/১, রহিম স্কয়ার

নিউমার্কেট, ঢাকা ১২০৫

যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@pran24.com