সহকারী অধ্যাপক পদে পদোন্নতি পেলেন ১১০ চিকিৎসক

by glmmostofa@gmail.com

নিজস্ব প্রতিবেদক।। দেশের বিভিন্ন স্বাস্থ্য শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত ১১০ বিশেষজ্ঞ চিকিৎসককে সহকারী অধ্যাপক হিসেবে পেয়েছেন । বৃহস্পতিবার (৩০ নভেম্বর) স্বাস্থ্য মন্ত্রণালয়ের সেবা বিভাগের পারসোনেল-১ শাখার উপসচিব সারমিন সুলতানা স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানা গেছে।
প্রজ্ঞাপনে বলা হয়, স্বাস্থ্য সেবা ভিাগের বিভাগীয় পদোন্নতি কমিটির সুপারিশের ভিত্তিতে ৩০.১০.২০২৩ তারিখের ৪৫.০০.০০০০.১৪৭.১২.০২২.২৩.৬৪১ নং স্মারকে সহকারী অধ্যাপক পদে পদোন্নতিপ্রাপ্ত নিম্নবর্ণিত কর্মকর্তাদের যোগদানপত্র গ্রহণপূর্বক তাদের নামের পার্শ্বে বর্ণিত কর্মস্থলে বদলি ও পদায়ন করা হলো।’
এতে আরও বলা হয়েছে, পদায়নকৃত কর্মকর্তাদের আগামী ০৭.১২.২০২৩ তারিখের মধ্যে বদলি ও পদায়নকৃত কর্মস্থলে যোগদান করবেন। অন্যথায় ০৯.১২.২০২৩ তারিখ পূর্বাহ্নে স্ব-স্ব কর্মস্থল থেকে তাৎক্ষণিক অবমুক্ত বলে গণ্য হবেন। বদলি ও পদায়নকৃত কর্মস্থলে যোগদানের ব্যর্থতায় সংশ্লিষ্ট কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রজ্ঞাপনে আরও বলা হয়, সংযুক্তিতে পদায়নকৃত কর্মকর্তাদের পদায়িত প্রতিষ্ঠানের শূন্য পদে যোগদান করবেন এবং সংযুক্তিতে পদায়িত কর্মস্থলে দায়িত্ব পালন করবেন। সংযুক্তিতে পদায়িত কর্মকর্তাগণ পদায়িত শূন্য পদের বিপরীতে বেতন ভাতা উত্তোলন করবেন।
পদায়নকৃত কর্মকর্তাগণের যোগদানপত্র প্রাপ্তির পর স্ব স্ব প্রতিষ্ঠান যোগদানপত্র গ্রহণপূর্বক তাৎক্ষণিকভাবে স্বাস্থ্যসেবা বিভাগের পার-১ শাখার ই-মেইল per1@hsd.gov.bd এ অবহিত করবেন। লিয়েন/প্রেষণ/শিক্ষা ছুটি ভোগরত কর্মকর্তাগণ লিয়েন, প্রেষণ ও শিক্ষাছুটি শেষে যোগদানের পর পদায়ন কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

 

You may also like

সম্পাদক : হামীম কেফায়েত

গ্রেটার ঢাকা পাবলিকেশন নিউমার্কেট সিটি কমপ্লেক্স ৪৪/১, রহিম স্কয়ার

নিউমার্কেট, ঢাকা ১২০৫

যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@pran24.com