সলিমুল্লাহ মেডিকেলের শ্রেণিকক্ষে লাঠি হাতে যুবক, ভিডিও ভাইরাল 

by glmmostofa@gmail.com

নিজস্ব প্রতিবেদক।। 

শিক্ষার্থীদের ক্লাস চলছিল এমন সময় রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের লেকচার গ্যালারিতে  লাঠি হাতে ঢুকে পড়েন এক যুবক। এসময় আতঙ্কিত শিক্ষার্থীরা শ্রেণিকক্ষ থেকে বের হয়ে যান। এদিকে, লাঠি হাতে শ্রেণিকক্ষে ঢুকে পড়া ওই যুবককে মানসিক রোগী বলছেন কলেজ কর্তৃপক্ষ।

রোববার (২৭ অক্টোবর) সকালে এ ঘটনা ঘটে। তবে এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তি ছড়ানোর অভিযোগ করেছেন শিক্ষার্থীসহ সংশ্লিষ্টরা।

জানা গেছে, সকাল ৮টায় স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিতে আসা এক মানসিক রোগী কলেজের লেকচার গ্যালারিতে ঢুকে পড়েন। এ সময় রোগীটি প্রলাপ বকার পাশাপাশি লাঠি দিয়ে মেঝেতে আঘাত করতে থাকেন। এতে শিক্ষার্থীরা আতঙ্কিত হয়ে গ্যালারি থেকে বেরিয়ে যান। তবে কিছুক্ষণের মধ্যে ওই যুবককে লেকচার গ্যালারি থেকে বের করে নিয়ে যান দায়িত্বে থাকা স্টাফ।

এদিকে, ওই ঘটনা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার চালাতে দেখা গেছে। ভুমি হোসাইন নামের একজন ফেসবুক পোস্টে লিখেছেন, ‘সলিমুল্লাহ মেডিকেল কলেজ। বিপ্লবী ইসলামিক রিপাবলিক স্টেট অব বাংলাদেশ! লাঠি দিয়ে ভয় দেখানো হাউ ডু ইউ ফিল গাইজ!’

এ বিষয়ে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. মাজহারুল শাহিন বলেন, প্রাথমিকভাবে আমাদের কাছে ওই যুবকটিকে মানসিক ভারসাম্যহীন মনে হয়েছে। ব্যক্তিগতভাবে ওই ক্লাসের কেউই তাকে চেনে না। কেউ কেউ বলছে সে হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগী। তবে আমরা কোনোটিই এখনও নিশ্চিত নই। আমি কাল (সোমবার) কলেজে গিয়ে বিষয়টি নিয়ে আরও জানার চেষ্টা করব এবং আমার শিক্ষার্থীদের নিরাপত্তায় যদি কোন ঝুঁকি তৈরি হয়, তাহলে সে অনুযায়ী ব্যবস্থা নেব।

তিনি বলেন, দেখার পরই আমি স্থানীয় পুলিশ ও র‍্যাবের সঙ্গে যোগাযোগ করেছি এবং তাদের ভিডিওটি দিয়েছি। তারা আমাকে জানিয়েছে ঘটনা তদন্ত করে ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন তারা।

You may also like

সম্পাদক : হামীম কেফায়েত

গ্রেটার ঢাকা পাবলিকেশন নিউমার্কেট সিটি কমপ্লেক্স ৪৪/১, রহিম স্কয়ার

নিউমার্কেট, ঢাকা ১২০৫

যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@pran24.com