সব ধরনের দুর্নীতি বন্ধ করতে হবে: স্বাস্থ্য উপদেষ্টা

by glmmostofa@gmail.com

নিজস্ব প্রতিবেদক।।

দেশের স্বাস্থ্যখাতে আগে কী হয়েছে জানি না, এখন থেকে যেন কোনো প্রকার দুর্নীতি না হয়। সব ধরনের দুর্নীতি বন্ধ করতে হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগম।  তিনি বলেছেন,এদেশ ধনী, গরিব, কৃষক, মজুর সবার।

সোমবার (১২ আগস্ট) দুপুরে কোটা আন্দোলনে আহতদের দেখতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে যান স্বাস্থ্য উপদেষ্টা।

তিনি বলেন, টিকিট কাটা থেকে শুরু করে বিভিন্নভাবে টাকা দিয়ে মানুষ একজনকে পেছনে ফেলে আগে নিজের কাজ করাতে চায়। এসব দুর্নীতি বন্ধ করতে হবে। আমরা এদেশের নাগরিক। দুর্নীতি করে সবাই তো এদেশ থেকে বেরিয়ে অন্য দেশে যেতে পারবে না। আমাদের এখানেই থাকতে হবে। আমি অনেক কিছু জেনেছি। সামনে আলোচনা করবো।

স্বাস্থ্য উপদেষ্টা সবাইকে উদ্দেশ্য করে বলেন, পৃথিবীতে অনেক প্রতিষ্ঠান মানুষের জন্য ব্যয় করতে রাজি আছে। আমাদের সে সুযোগ নিতে হবে। আপনাদের কী লাগবে উন্নতমানের মেশিনারিজ, আইসিইউ কিংবা যা লাগে সেটার জন্য আমাকে জানান। আমরা ব্যবস্থা করবো।

এ সময় তিনি ভর্তি রোগীদের খোঁজখবর নেন এবং চিকিৎসার বিষয়ে কথা বলেন।

স্বাস্থ্য উপদেষ্টার সঙ্গে উপস্থিত ছিলেন স্বাস্থ্য বিভাগের সচিব মো. জাহাঙ্গীর আলম, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ ডা. শফিকুল আলম চৌধুরী, উপাধ্যক্ষ ডা. দেবেশ চন্দ্র তালুকদার ও ঢামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান প্রমূখ।

You may also like

সম্পাদক : হামীম কেফায়েত

গ্রেটার ঢাকা পাবলিকেশন নিউমার্কেট সিটি কমপ্লেক্স ৪৪/১, রহিম স্কয়ার

নিউমার্কেট, ঢাকা ১২০৫

যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@pran24.com