৫২
নিজস্ব প্রতিবেদক।।
ঢাকার শ্যামলীর স্পেশালাইজড হাসপাতালে গিয়ে বরিশাল-৪ (মেহেন্দিগঞ্জ-হিজলা) আসনের সংসদ সদস্য পঙ্কজ দেবনাথের চিকিৎসার খোঁজ নিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. সামন্ত লাল সেন।
বুধবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে হাসপাতালে গিয়ে তিনি চিকিৎসাধীন পঙ্কজ দেবনাথের সঙ্গে কথা বলেন ও তার চিকিৎসার খোঁজ-খবর নেন।
এ সময় চিকিৎসকরা হাসপাতালে পঙ্কজ দেবনাথের চিকিৎসা ভালো হচ্ছে এবং বর্তমানে তিনি আগের থেকে অনেকটাই ভালো আছেন বলে স্বাস্থ্যমন্ত্রীকে নিশ্চিত করেন।