নিজস্ব প্রতিবেদক।।
জাতীয় সংসদের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন করা হয়েছে। কমিটির সদস্য করা হয়েছে আট সংসদ সদস্যকে। কমিটির সভাপতির দায়িত্ব পালন করবেন সাবেক স্বাস্থ্যমন্ত্রী শেখ ফজলুল করিম সেলিম (গোপালগঞ্জ-২)।
সোমবার (৫ ফেব্রুয়ারি) জাতীয় সংসদের অধিবেশনে এই কমিটি গঠন করা হয়। কমিটিতে স্থান পেয়েছেন ৩ জন সাবেক স্বাস্থ্যমন্ত্রী। আছেন ৫ জন চিকিৎসক। আর সদস্য হিসেবে আছেন– সাবেক স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ডা. আ ফ ম রুহুল হক (সাতক্ষীরা-৩), সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক (মানিকগঞ্জ-৩), সৈয়দা জাকিয়া নূর (কিশোরগঞ্জ-১), ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল (চাঁপাইনবাবগঞ্জ-১), অধ্যাপক ডা. আব্দুল আজিজ (সিরাজগঞ্জ-৩), অধ্যাপক ডা. মো. তৌহিদুজ্জামান, (যশোর-২) ও বীর মুক্তিযোদ্ধা ডা. হামিদুল হক খন্দকার (কুড়িগ্রাম-২)।
উল্লেখ্য, সরকারের চলতি মেয়াদে স্বাস্থ্য মন্ত্রণালয়ে টেকনোক্র্যাট কোটায় মন্ত্রীত্ব পেয়েছেন অধ্যাপক ডা. সামন্ত লাল সেন। সংসদের ৫০টি সংসদীয় স্থায়ী কমিটির মধ্যে এ পর্যন্ত ৩৮টি কমিটি গঠন করা হল। মঙ্গলবার বিকালে স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের অধিবেশন শুরু হয়। গত ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে টানা চতুর্থবার নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। সংসদ নির্বাচনে ৩০০ আসনের মধ্যে ভোট হওয়া ২৯৯টি সংসদীয় আসনে আওয়ামী লীগ পেয়েছে ২২৩টি। বিরোধী দল জাতীয় পার্টি পেয়েছে ১১টি আসন। স্বতন্ত্র প্রার্থীরা ৬২টি আসনে জয়ী হয়েছেন।