শুধু ঢাকা নয়, বাইরের জেলাতেও ভয়ংকর হয়ে উঠছে ডেঙ্গু

একদিনে রেকর্ড ৮ জনের মৃত্যু, আক্রান্ত ১০১৭

by glmmostofa@gmail.com
নিজস্ব প্রতিবেদক।।
যতই দিন  যাচ্ছে ততই উদ্বেগজনক হারে বাড়ছে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা। একইসঙ্গে সাথে পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যুর সংখ্যাও। শুধুমাত্র রাজধানী নয় ঢাকা ছাড়াও আক্রান্তের সংখ্যা বাড়ছে অন্যান্য জেলায়ও। দেশে গত ২৪ ঘন্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। যা চলতি বছরে একদিনে সর্বোচ্চ মৃত্যুও রেকর্ড। যদিও এর আগেও গত ২৯ সেপ্টেম্বর (রোববার) একদিনে ৮ জনের মৃত্যু হয়েছিল।
আর বুধবার (২ অক্টোবর)  ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এক হাজার ১৭ জন। এর মধ্যে ঢাকায় আক্রান্তের ৩৮ দশমিক ৫৫ শতাংশ এবং ঢাকার বাইরে আক্রান্তের হার ৬১ দশমিক ৪৫ শতাংশ।
স্বাস্থ্য অধিদফতর জানায়, চলতি মাসে দুই দিনে ডেঙ্গুতে মৃত্যু হলো ১১ জনের এবং আক্রান্ত হয়েছেন ২ হাজার ১৪৪ জন। এর আগের মাস সেপ্টেম্বর মোট আক্রান্ত হয়েছিলেন ২০ হাজার ২৫৮ জন এবং মোট মৃত্যু হয়েছিল ৯১ জনের। আর আগস্টে মোট আক্রান্ত হয়েছিলেন ৬ হাজার ৫২১ জন এবং মোট মৃত্যু হয়েছিল ২৭ জনের। সেই হিসেবে  সেপ্টেম্বর মাসে ডেঙ্গুতে আক্রান্ত ও মৃত্যু দুটোই আগের মাসের তুলনায় ছিল প্রায় তিন গুণ।
তাই ডেঙ্গু আক্রান্ত ও মৃত্যুর পরিসংখ্যানকে ভয়ঙ্কর বলছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। তারা বলছেন, দুই মাস আগেই ডেঙ্গু পরিস্থিতি ভয়াবহ হওয়ার বিষয়টি আরও সতর্ক করা হয়েছিল। কিন্তু বাস্তবতা হচ্ছে ডেঙ্গু নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষগুলোর তেমন কার্যকর কোনো উদ্যোগ চোখে পড়েনি। ডেঙ্গু মোকাবেলায় পর্যাপ্ত প্রস্তুতির ঘাটতির অভাব রয়েছে।  তাই  প্রতিদিন ডেঙ্গুতে মৃত্যু ও আক্রান্তের হার বাড়ছে।  সবার সমন্বিত অংশগ্রহণের মাধ্যমে ডেঙ্গু নিয়ন্ত্রণ করা না গেলে সামনের দিনগুলোতে বড় ধরনের বিপর্যয় হতে পারে।

বুধবার স্বাস্থ্য অধিদফতরের থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে বলায় হয়, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ঢাকাসহ দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে বর্তমানে চিকিৎসাধীন আছেন তিন হাজার ৪৫০ জন। তাদের মধ্যে ঢাকায় ভর্তি এক হাজার ৬৯৯ জন এবং ঢাকার বাইরে রয়েছেন এক হাজার ৭৫১ জন। অর্থাৎ ঢাকার বাইরে ৫২ জন রোগী বেশি ভর্তি রয়েছেন।
স্বাস্থ্য অধিদফতর জানায়,  গত ২৪ ঘণ্টায় আক্রান্তদের মধ্যে বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৭৬ জন, চট্রগ্রাম বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১৫০ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ২১৬ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ২২৫ জন,  ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১৬৬ জন, খুলনা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৯২ জন, ময়মনসিংহ বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ২৪ জন , রাজশাহী বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৩৩ জন, রংপুর বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৩১ জন এবং সিলেট বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৪ জন রোগী ভর্তি রয়েছেন।

অধিদফতরের তথ্যমতে, গত ২৪ ঘন্টায় হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন এক হাজার ৫৪  জন। আর এ  বছরে ডেঙ্গুতে মোট ২৯ হাজার ৪৭৫ জন  ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এছাড়া চলতি বছরে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন মোট ৩৩ হাজার ৯৯ জন। আর এ বছর  মোট মৃত্যু হয়েছে ১৭৪ জনের। এর মধ্যে পুরুষের মৃত্যুর হার ৪৯ দশমিক ৯ শতাংশ এবং নারিদের মৃত্যুর হার  ৫১ দশমিক ১ শতাংশ।
ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি প্রসঙ্গে জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. লেলিন চৌধুরী   বলেন,  দেশে  যে হারে ডেঙ্গুতে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা  বাড়ছে, তা খুবই বিপদজনক। যদিও ডেঙ্গু বাড়বে- এমন পূর্বাভাস আগে থেকেই ছিল। কিন্তু আর কার্যকর পদক্ষেপ না নেওয়ায় এডিস মশার ঘনত্ব বাড়ছে। কারণ আমরা জানি, যদি এডিস মশা প্রজননের উপযোগী পরিবেশ তৈরি হয়, তাহলে ডেঙ্গু বাড়বে। তাই  ডেঙ্গু নিয়ন্ত্রণে এডিস মশা নির্মূল করার  পরামর্শ দেন তিনি।

You may also like

সম্পাদক : হামীম কেফায়েত

গ্রেটার ঢাকা পাবলিকেশন নিউমার্কেট সিটি কমপ্লেক্স ৪৪/১, রহিম স্কয়ার

নিউমার্কেট, ঢাকা ১২০৫

যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@pran24.com