শর্তসাপেক্ষে শিক্ষার্থী ভর্তির অনুমতি পেল খায়রুন্নেছা নার্সিং ইনস্টিটিউট

by glmmostofa@gmail.com

যশোর প্রতিনিধি।। 

শর্তসাপেক্ষে যশোরের খাইরুন্নেছা নার্সিং ইনস্টিটিউটকে ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি কোর্সে শিক্ষার্থী ভর্তির অনমোদন দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের (বিএনএমসি) নির্বাহী সভার সিদ্ধান্তের আলোকে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের জন্য এই অনুমোদন দেওয়া হয়েছে।

তিন বছরের ডিপ্লোমা কোর্সে ৫০ শিক্ষার্থী ভর্তি নিতে পারবে প্রতিষ্ঠানটি।

মঙ্গলবার (৩ ডিসেম্বর) মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের নার্সিং শিক্ষা শাখার সিনিয়র সহকারী সচিব শাহ্ নুসরাত জাহান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে যে সকল শর্ত উল্লেখ করা হয়েছে তা হলো সরকারি নীতিমালা আবশ্যিকভাবে প্রতিপালন করতে হবে, অনুমোদনকৃত আসনের ৫ শতাংশ মেধাবী ও দরিদ্র শিক্ষার্থীদের জন্য সংরক্ষিত রাখতে হবে, অনুমোদনকৃত আসনের সর্বোচ্চ ২০ শতাংশ পুরুষ শিক্ষার্থী ভর্তি করা যাবে, লাইব্রেরিতে পর্যাপ্ত বই সংরক্ষণ করতে হবে এবং ল্যাবে প্রয়োজনীয় শিক্ষা উপকরণ বাড়াতে হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

You may also like

সম্পাদক : হামীম কেফায়েত

গ্রেটার ঢাকা পাবলিকেশন নিউমার্কেট সিটি কমপ্লেক্স ৪৪/১, রহিম স্কয়ার

নিউমার্কেট, ঢাকা ১২০৫

যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@pran24.com