রাজশাহী প্রতিনিধি।।
ভোটের মাধ্যমে রাজশাহী মেডিকেল কলেজের (রামেক) প্রথম বর্ষের শিক্ষার্থীদের চার প্রতিনিধি নির্বাচিত হয়েছে। চার প্রতিনিধি হলেন, রামেকের শিক্ষার্থী মো. ইসরাক হোসেন, নাফিজ আল ফুয়াদ, নাজিফা নাওয়ার লাবণ্য ও আস্ফিয়াতুস সাদিয়া।
বুধবার (২ সেপ্টেম্বর) রামেকের অধ্যক্ষ অধ্যাপক ডা. খন্দকার মো. ফয়সল আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, ‘এতদ্বারা রাজশাহী মেডিকেল কলেজের প্রথম, এমবিবিএস এবং বিডিএস ছাত্র-ছাত্রীর অবগতির জন্য জানানো যাচ্ছে যে, হল তত্ত্বাবধায়ক ও সহকারী হল তত্ত্বাবধায়কদের উপস্থিতিতে ভোটের মাধ্যমে নির্বাচনপূর্বক নিম্নক্ত (চারজন) নাম ও রোল নম্বরধারী ব্যাচ প্রতিনিধি নির্বাচিত হয়েছে।’
জানতে চাইলে অধ্যাপক ডা. খন্দকার মো. ফয়সল আলম বলেন, ‘শিক্ষার্থীরা বিভিন্ন সময় দাবি-দাওয়া নিয়ে আসেন, এতে সমস্যা তৈরি হয়। আমরা চাই, শিক্ষার্থীদের প্রতিনিধি থাকুক, তাঁরা যেন শিক্ষকদের সঙ্গে যোগাযোগ করে আমাদেরকে (মেডিকেল প্রশাসন) জানায়। শিক্ষার্থীদের কথা ঠিকমতো আমাদের কাছে পৌঁছানোর জন্য এবং শিক্ষার্থীদের সঙ্গে শিক্ষক বা প্রশাসনের দূরত্ব কমাতেই প্রতিনিধি নির্বাচন। তাঁদের সমস্যা সমাধান ও তাঁদের সঙ্গে ভালো সম্পর্ক তৈরি করাই আমাদের মূল উদ্দেশ্য।