যশোরে তিনটি  ক্লিনিক সিলগালা, জরিমানা আড়াই লাখ টাকা

by glmmostofa@gmail.com

যশোর প্রতিনিধি।।

চিকিৎসার নামে প্রতারণা, অপচিকিৎসাসহ নানা অভিযোগে যশোরের অভয়নগরে বেসরকারি ক্লিনিক, ডায়াগনেস্টিক সেন্টার ও হাসপাতালগুলোতে যৌথ অভিযান চালিয়েছে র‍্যাব-৬ যশোর ও স্বাস্থ্য বিভাগ। অভিযানে ৩ ক্লিনিক সিলগালা, আড়াই লাখ টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (২৩ জানুয়ারি) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নওয়াপড়া শহরের হাসপাতাল রোড এলাকার তিনটি হাসপাতালে অভিযান চালানো হয়।

এ সময় প্রতারণা ও অপচিকিৎসার দায়ে এসব স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান সিলগালা ও আড়াই লাখ টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।

অভয়নগর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খন্দকার কামরুজ্জামান জানান, চিকিৎসার নামে প্রতারণা, অপচিকিৎসাসহ নানা অভিযোগের ভিত্তিতে নওয়াপাড়া শহরের হাসপাতাল রোড এলাকার তিনটি হাসপাতালকে জরিমানা ও সিলগালা করা হয়েছে। এর মধ্যে বিশ্বাস প্রাইভেট ক্লিনিকের প্রয়োজনীয় কাগজপত্রের মেয়াদ না থাকায়, কোনো চিকিৎসক না থাকায় এবং মেডিকেল অ্যাসিস্ট্যান্টকে ডাক্তার হিসেবে পরিচয় করিয়ে দেওয়ার অপরাধে ১ লাখ টাকা জরিমানা ও সিলগালা করা হয়েছে।

নওয়াপাড়া সার্জিক্যাল ক্লিনিক অ্যান্ড ইউনিক কম্পিউটারাইজড ডায়াগনস্টিক কমপ্লেক্সের পর্যাপ্ত ডিউটি ডাক্তার নেই। আবার যেসব সেবিকা আছেন তাদের স্বীকৃত প্রতিষ্ঠান থেকে প্রশিক্ষণ নেই। এই ক্লিনিকের অপারেশন থিয়েটারের অবস্থাও অনুপযোগী। এজন্য উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা এ ক্লিনিকের অপারেশন থিয়েটার সিলগালা করার সিদ্ধান্ত নিয়েছেন। একই সঙ্গে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

ডিউটি ডাক্তার থাকার কথা দুইজন। কিন্তু মালিক রেখেছেন একজনকে। তাকেও আবার ২৪ ঘণ্টাই ডিউটি করতে হচ্ছে, মাসে ৩০ দিন। যেটা একজন মানুষের পক্ষে অসম্ভব। সেখানে ২০টি শয্যার অনুমোদন আছে কিন্তু তিনি নিয়ম লঙ্ঘন করে ৮৬টা শয্যা রেখেছিলেন। এ জন্য তাকেও এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।

অভিযানে উপস্থিত ছিলেন, অভয়নগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ওয়াহিদুজ্জামান, অভয়নগর স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মাহফুজুর রহমান সবুজ প্রমূখ ।

You may also like

সম্পাদক : হামীম কেফায়েত

গ্রেটার ঢাকা পাবলিকেশন নিউমার্কেট সিটি কমপ্লেক্স ৪৪/১, রহিম স্কয়ার

নিউমার্কেট, ঢাকা ১২০৫

যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@pran24.com