ময়মনসিংহ মেডিকেলের হৃদরোগ বিভাগে লাইব্রেরি উদ্বোধন

by glmmostofa@gmail.com

ময়মনসিংহ প্রতিনিধি।। 

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের হৃদরোগ বিভাগে লাইব্রেরি উদ্বোধন করা হয়েছে।

সোমবার (২৯ জানুয়ারি) দুপুরে লাইব্রেরি উদ্বোধন করেন বিভাগীয় প্রধান ও সহযোগী অধ্যাপক ডা. গোবিন্দ কান্তি পাল।

এ সময় হৃদরোগ বিভাগের সহকারী অধ্যাপক ডা. তৌহিদুল আহসান খান, সহকারী অধ্যাপক ডা. শফিকুল ইসলাম এবং ডা. আবদুস সাত্তার ভূঁইয়াসহ বিভাগের অন্যান্য সহকারী অধ্যাপক, সিনিয়র কনসালট্যান্ট, জুনিয়র কনসালট্যান্ট, রেজিস্ট্রার, সহকারী রেজিস্ট্রার, ইনডোর মেডিকেল অফিসার ও পোস্টগ্র্যাজুয়েট ছাত্রছাত্রী উপস্থিত ছিলেন।

লাইব্রেরিতে সন্নিবেশিত বইপত্র ও জার্নাল থেকে চিকিৎসকেরা তাদের জ্ঞানকে আরও যুগোপযোগী রাখতে পারবেন। ফলে রোগীসেবায় আরও গুরুত্বপূর্ণ অবদান রাখা সম্ভব হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

লাইব্রেরি প্রতিদিন সকাল ৮টা থেকে রাত ১১টা পর্যন্ত খোলা থাকবে। সেখানে বিভাগের সকল চিকিৎসকের বসে পড়ার ব্যবস্থা করা হয়েছে। এছাড়াও সংরক্ষিত রেজিস্ট্রি খাতায় নাম লিপিবদ্ধ করে সকল বিভাগের চিকিৎসকেরা  বই সংগ্রহ করতে পারবেন বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

You may also like

সম্পাদক : হামীম কেফায়েত

গ্রেটার ঢাকা পাবলিকেশন নিউমার্কেট সিটি কমপ্লেক্স ৪৪/১, রহিম স্কয়ার

নিউমার্কেট, ঢাকা ১২০৫

যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@pran24.com