মেডিকেল ভর্তি পরীক্ষার ফল প্রকাশ আজ

by glmmostofa@gmail.com

নিজস্ব প্রতিবেদক।। 

সরকারি-বেসরকারি মেডিকেল কলেজে ২০২৩-২৪ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষার ফল আজ রোববার প্রকাশিত হওয়ার কথা রয়েছে। এদিন দুপুর দেড়টা থেকে আড়াইটার মধ্যে রাজধানীর মহাখালীর স্বাস্থ্য অধিদপ্তরে স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ডা. সামন্ত লাল সেনের আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করার কথা।

শনিবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মাইদুল ইসলাম প্রধান বিষয়টি নিশ্চিত করেছেন।

মাইদুল ইসলাম  জানান,  ১১ ফেব্রুয়ারি (রোববার) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের সভাকক্ষে এ নিয়ে স্বাস্থ্যমন্ত্রীর ব্রিফিং করার কথা রয়েছে।

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন, রবিবার ফল প্রকাশের লক্ষ্য সামনে রেখে সব প্রস্তুতি এগিয়ে চলেছে। সবকিছু প্রস্তুত হয়ে গেলে দুপুরের পর ফল প্রকাশিত হবে। তা না হলে পরদিন সকালের দিকেই প্রত্যাশিত ফল ঘোষণা করা হবে।

গত শুক্রবার সকালে দেশের ১৯টি কেন্দ্রের ৪৪টি প্রতিষ্ঠানে এমবিবিএস ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এবার পরীক্ষায় অংশ নেওয়ার জন্য ১ লাখ ৪ হাজার ৩৭৪ শিক্ষার্থী আবেদন করেন।

দেশের ৩৭টি সরকারি মেডিকেল কলেজে ৫ হাজার ৩৮০টি এবং ৬৭টি বেসরকারি মেডিকেল কলেজে ৬ হাজার ২৯৫টি আসন রয়েছে ।

You may also like

সম্পাদক : হামীম কেফায়েত

গ্রেটার ঢাকা পাবলিকেশন নিউমার্কেট সিটি কমপ্লেক্স ৪৪/১, রহিম স্কয়ার

নিউমার্কেট, ঢাকা ১২০৫

যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@pran24.com