মেডিকেল ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

ফল বাতিলের দাবিতে গভীর রাতে বিক্ষোভ

by glmmostofa@gmail.com

নিজস্ব প্রতিবেদক।। 

মেডিকেল কলেজে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে, যেখানে ৩৭টি সরকারি কলেজের জন্য নির্বাচিত হয়েছেন পাঁচ হাজার ৩৭২ জন।

রোববার বিকালে স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইটে (https://result.dghs.gov.bd/mbbs) পরীক্ষার ফল জানা যাবে।

এদিকে,  ফল বাতিলের দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে গভীর রাতে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা।

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক রুবিনা ইয়াসমিন  বলেন, “পরীক্ষার ফল সংক্রান্ত সব তথ্য মন্ত্রণালয়ে জমা দেওয়া হয়েছে। আর ফল আমাদের ওয়েবসাইটে ঘণ্টাখানেকের মধ্যেই তুলে দেওয়া হবে। সেখান থেকে শিক্ষার্থীরা ফলাফল সংগ্রহ করতে পারবেন।”

স্বাস্থ্য মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মোহাম্মদ শাহাদাহ হোসেনের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভর্তি পরীক্ষার প্রাপ্ত নম্বর, এসএসসি/সমমান এবং এইচএসসি/সমমান পরীক্ষার জিপিএ থেকে পাওয়া নম্বর এবং ভর্তি পরীক্ষার নম্বরের ভিত্তিতে পাঁচ হাজার ৩৭২ জনকে নির্বাচিত করা হয়েছে।

এ বছর এমবিবিএস ভর্তি পরীক্ষায় অংশ নিতে এক লাখ ৩৫ হাজার ৬৬৫ জন শিক্ষার্থী আবেদন করেছিলেন। পরীক্ষায় অংশ নিয়েছিলেন এক লাখ ৩১ হাজার ৭২৯ জন পরীক্ষার্থী। তাদের মধ্যে ৬০ হাজার ৯৫ জন পরীক্ষার্থী উত্তীর্ণ হয়। পরীক্ষায় পাস নম্বর ছিল ৪০।

সেই হিসাবে এ বছর এমবিবিএস ভর্তি পরীক্ষায় পাসের হার দাঁড়িয়েছে ৪৫ দশমিক ৬২ শতাংশ। তাদের মধ্যে ছাত্রী ৩৭ হাজার ৯৩৬ জন, যা মোট উত্তীর্ণ শিক্ষার্থীর ৬৩ দশমিক ১৩ শতাংশ। আর ছাত্র ২২ হাজার ১৫৯ জন, যা মোট উত্তীর্ণ শিক্ষার্থীর ৩৬ দশমিক ৮৭ শতাংশ।

ভর্তি পরীক্ষায় একজন সর্বোচ্চ ৯০ দশমিক ৭৫ নম্বর পেয়েছেন বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ জানিয়েছে, সরকারি মেডিকেল কলেজে নির্বাচিত শিক্ষার্থীদের ভর্তির সময়সীমা আগামী ২ ফেব্রুয়ারি থেকে ৮ ফেব্রুয়ারি পর্যন্ত।

আর বেসরকারি মেডিকেল কলেজে ভর্তির অনলাইন আবেদন গ্রহণের বিজ্ঞপ্তি আগামী ২৩ জানুয়ারি প্রকাশ হবে বলে জানিয়েছে স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ।

গত শুক্রবার সারাদেশের ১৯ কেন্দ্রের ৫৩টি ভেন্যুতে এক যোগে অনুষ্ঠিত হয় এমবিবিএস ভর্তি পরীক্ষা।

দেশের সরকারি ৩৭টি মেডিকেল কলেজে আসন সংখ্যা ৫ হাজার ৩৮০টি। আর বেসরকারি ৬৭টি মেডিকেল কলেজে ৬ হাজার ২৯৩টি আসন রয়েছে।

এদিকে, মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষায় ‘অযৌক্তিক’ কোটাব্যবস্থার নিরসন, এবারের ভর্তি পরীক্ষার ফলাফল বাতিল করে আবার ফল প্রকাশের দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে বিক্ষোভ করেছেন একদল শিক্ষার্থী। রোববার রাত সাড়ে ১১টার দিকে এ বিক্ষোভ সমাবেশে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক), ঢাকা বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থীরা অংশ নেন।

মেডিকেলে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার ফল রোববার বিকেলে প্রকাশিত হয়েছে। কোটা থাকায় কম নম্বর পেয়েও ভর্তির সুযোগ পাওয়া নিয়ে ক্ষোভ জানান শিক্ষার্থীরা। ঢাকা মেডিকেল কলেজের শিক্ষার্থী জাহিদ আহমেদ বলেন, কেউ ৭১ নম্বর পেয়েও ভর্তির সুযোগ পাননি অথচ ৪১ নম্বর পেয়ে কীভাবে আরেকজন সেই সুযোগ পান? অবিলম্বে এই ফলাফল বাতিল করতে হবে।

কোটা থাকায় কম নম্বর পেয়েও ভর্তির সুযোগ পাওয়া নিয়ে ক্ষোভ জানান শিক্ষার্থীরা। ঢাকা মেডিকেল কলেজের শিক্ষার্থী জাহিদ আহমেদ বলেন, কেউ ৭১ নম্বর পেয়েও ভর্তির সুযোগ পাননি অথচ ৪১ নম্বর পেয়ে কীভাবে আরেকজন সেই সুযোগ পান? অবিলম্বে এই ফলাফল বাতিল করতে হবে।

ঢাকা মেডিকেল কলেজের শিক্ষার্থী আবদুল্লাহ আল নোমান বলেন, ‘আজ মেডিকেলের ফলাফলের পর কাতরাচ্ছে শত মেধাবী। শিক্ষার্থীদের সঙ্গে এই প্রহসনের তীব্র নিন্দা জানাই। এই ফলাফল দ্রুত বাতিল করতে হবে।’

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক মো. হাসিবুল ইসলাম প্রশ্ন করেন, এই অন্তর্বর্তী সরকার থাকার পরও কেন বারবার আন্দোলন করতে হবে? তিনি বলেন, ‘মেডিকেলের এই কোটাপ্রথা সম্পূর্ণ বৈষম্যমূলক। অবিলম্বে এই ফলাফল বাতিল করতে হবে। আমরা বৈষম্যমূলক কোটার সম্পূর্ণ নিরসন চাই।’

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নির্বাহী কমিটির সদস্য রিফাত রশিদ বলেন, ‘এখনো কোটাপ্রথা সব জায়গায় রয়েছে। অথচ যে কোটা আন্দোলনের মধ্য দিয়ে এত এত লাশ, সেই কোটা যখন আবার ফিরে আসে, তখন গোটা দেশের শিক্ষার্থীরা “ট্রমাটাইজড” হয়ে যান। এই ফলাফল বাতিল করে নতুন করে ফল ঘোষণা করতে হবে। আমরা এ ধরনের ন্যক্কারজনক কোনো ঘটনা আর দেখতে চাই না।’

ঢাকা মেডিকেল কলেজের ছাত্রী নিবেদিতা পাল এবারের ভর্তি পরীক্ষায় অংশ নেওয়া তাঁর এক বন্ধুর উদাহরণ দিয়ে বলেন, ‘আমার এক বন্ধু ফোন করে বলল, একটুর জন্য আমি আর পারলাম না রে। তার মতো আরও অনেকে যখন দেখে যে কেউ ৪১ পেয়েও ভর্তির সুযোগ পাচ্ছে তখন তাদের অনুভূতিটা কেমন হয় একটাবার ভেবে দেখুন।’ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের শিক্ষার্থী এম এ সাঈদ বলেন, ‘জুলাইয়ে কোটাপ্রথাকে লাল কার্ড দেখানো হয়েছে। এরপরও কোটায় ভর্তির সুযোগের এ ঘটনার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই।’

রাত সোয়া ১২টার দিকে বিক্ষোভ সমাবেশ শেষ করে শিক্ষার্থীরা জানান, সোমবার সকাল ১১টার মধ্যে এই ফলাফল বাতিল না করলে কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বস্তরের শিক্ষার্থীরা বিক্ষোভ কর্মসূচি পালন করবেন। সোমবার সকাল সাড়ে ১১টায় সেখানে একটি সমাবেশের ঘোষণা দিয়ে বৈষম্য নিরসনের এই যৌক্তিক দাবিতে সবাইকে এক হওয়ারও আহ্বান জানান তাঁরা।

You may also like

সম্পাদক : হামীম কেফায়েত

গ্রেটার ঢাকা পাবলিকেশন নিউমার্কেট সিটি কমপ্লেক্স ৪৪/১, রহিম স্কয়ার

নিউমার্কেট, ঢাকা ১২০৫

যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@pran24.com