মেডিকেলের সাধারণ ক্লাস অনলাইনে, ক্লিনিক্যাল ক্লাস এসি ‍রুমে নেওয়ার নির্দেশ

আনু মুহাম্মদের পায়ে 'কম্বাইন্ড অপারেশন’ প্রয়োজন : স্বাস্থ্যমন্ত্রী

by glmmostofa@gmail.com
নিজস্ব প্রতিবেদক।।
দেশজুড়ে চলমান তীব্র তাপদাহে মেডিকেল কলেজগুলোর সাধারণ ক্লাস অনলাইনে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। অপর দিকে বিভিন্ন বর্ষের ক্লিনিক্যাল ক্লাসগুলো এসি রুমে গ্রহণের জন্য বলা হয়েছে।
সোমবার (২২ এপ্রিল) দুপুরে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ট্রেন দুর্ঘটনায় আহত অধ্যাপক ড. আনু মুহাম্মদকে দেখতে গিয়ে স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন এসব কথা জানান।
মন্ত্রী বলেন, প্রত্যেক মেডিকেল কলেজের অধ্যক্ষের সঙ্গে আমরা কথা বলেছি। আমাদের যে ছাত্রছাত্রী আছে, এই গরমের মধ্যে তারা কীভাবে থাকবে, হোস্টেলে তাদের জন্য কী ব্যবস্থা আছে, এগুলো নিয়ে বিশদ আলোচনা করে আমরা একটি সিদ্ধান্ত নিয়েছি, ক্লাস অনলাইনে করা হবে। প্রচুর রোগীদের ভিড়ে ছাত্ররা ওয়ার্ডে যায়, ওখানে ক্লাস হয়। এটা যতটুকু সম্ভব এড়ানো হবে। এক্ষেত্রে যেসব রুমের এসি আছে, সেখানে রোগীদের ক্লিনিক্যাল ক্লাসগুলো চলবে।
ডা. সামন্ত লাল সেন বলেন, আমরা আশা করি, এই প্রাকৃতিক দুর্যোগ বেশি দিন স্থায়ী হবে না, আবহাওয়া স্বাভাবিক হয়ে যাবে। তারপর আমরা আবার স্বাভাবিক অবস্থায় ফিরে যাবো।
পরিস্থিতি পর্যবেক্ষণ করা হবে জানিয়ে তিনি বলেন, মেডিকেলের ক্লাস আমরা বন্ধ করতে বলিনি, কারণ পরীক্ষা আছে। সব ক্লাস বন্ধ করা যাবে না। এই সময়ে যেগুলো সম্ভব অনলাইনে তারা ক্লাস করবে। আমরা এই সপ্তাহটা দেখি।
এর আগে সকালে দেশের মেডিকেল কলেজগুলোর অধ্যক্ষদের সঙ্গে বৈঠকে বসেন স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ডা. সামন্ত লাল সেন।
এদিকে, রাজধানীর খিলগাঁওয়ে ট্রেন থেকে নামার সময় পড়ে গিয়ে গুরুতর আহত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সাবেক অধ্যাপক আনু মুহাম্মদকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে স্থানান্তর করা হয়।
সেখানে তার চিকিৎসার জন্য ১৮ সদস্যের একটি বোর্ড গঠন করা হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন।
সোমবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তিনি সাংবাদিকদের বলেন, আমি রাতেই সিদ্ধান্ত নিয়েছি, উনার যে ইনজুরি, সেটার একটা কম্বাইন্ড অপারেশন দরকার। আর এজন্যই তাকে স্থানান্তর করা হয়েছে।
রোববার রাজধানীর খিলগাঁওয়ে একতা এক্সপ্রেসে ঢাকায় ফেরার সময় দুর্ঘটনায় পড়েন অধ্যাপক আনু মুহাম্মদ।তখন পা পিছলে পড়ে বাঁ পায়ের প্রায় সব আঙ্গুল থেঁতলে যায়। ডান পায়ের বুড়ো আঙ্গুলও ক্ষতিগ্রস্ত হয়।
তাৎক্ষণিকভাবে তাকে নেওয়া হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে পায়ের আঙুলে অস্ত্রোপচার করার পর রোববার তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখেন চিকিৎসকরা।
প্রধানমন্ত্রী আনু মুহাম্মদের সার্বক্ষণিক খোঁজ রাখছেন জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তার চিকিৎসার সর্বোচ্চ যা করা যায় সে ব্যাপারে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন। আমরা সর্বোচ্চ চেষ্টা করব উনি আবার যেন উনার কর্মক্ষেত্রে ফিরে যেতে পারেন। পরীক্ষা নিরীক্ষা করে দ্রুত উনার অস্ত্রোপচার করা হবে।

You may also like

সম্পাদক : হামীম কেফায়েত

গ্রেটার ঢাকা পাবলিকেশন নিউমার্কেট সিটি কমপ্লেক্স ৪৪/১, রহিম স্কয়ার

নিউমার্কেট, ঢাকা ১২০৫

যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@pran24.com