মুন্সিগঞ্জে ডেঙ্গু আক্রান্ত রোগীর মৃত্যু, স্বজনরা মারধর করল নার্সদের

by glmmostofa@gmail.com

 মুন্সিগঞ্জ প্রতিনিধি।। 

ডেঙ্গুতে  আক্রান্ত  হয়ে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এক নারীর মৃত্যুকে কেন্দ্র করে নার্সদের মারধর করেছে রোগীর স্বজনেরা।

রোববার (৩ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ২৫০ শয্যা মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের পঞ্চম তলায় ডেঙ্গু ওয়ার্ডে ওই নারী মারা যান। শনিবার সকালে ভর্তি হন তিনি।

এদিকে, রোগীর মৃত্যুর ঘটনায় চিকিৎসায় অবহেলার অভিযোগ এনে হাসপাতালে ঢুকে একাধিক নার্সদের মারধরের অভিযোগ উঠেছে স্বজনদের বিরুদ্ধে। পরিস্থিতি নিয়ন্ত্রণে হাসপাতাল এলাকায় অবস্থান করছে পুলিশ।

মৃত হাজেরা বেগম (৫৫) মুন্সিগঞ্জের মিরকাদিম পৌরসভার পশ্চিম পাড়া এলাকার মোশাররফ হোসেনের স্ত্রী।

মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আবু হেনা মোহাম্মদ জামাল এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ডেঙ্গু আক্রান্তের পাশাপাশি ডায়াবেটিসের মাত্রা বেশি থাকায় ওই রোগীর মৃত্যু হয়। হাসপাতালে স্বজন ও নার্সদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হলে খবর পেয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

You may also like

সম্পাদক : হামীম কেফায়েত

গ্রেটার ঢাকা পাবলিকেশন নিউমার্কেট সিটি কমপ্লেক্স ৪৪/১, রহিম স্কয়ার

নিউমার্কেট, ঢাকা ১২০৫

যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@pran24.com