‘মুগদা মেডিকেলকে স্বয়ংসম্পূর্ণ হাসপাতাল হবে’ 

by glmmostofa@gmail.com

নিজস্ব প্রতিবেদক।। 

রাজধানীর মুগদা মেডিকেল কলেজ হাপসপাতালকে একটি স্বয়ংসম্পূর্ণ হাসপাতালে পরিণত করার উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী সাবের হোসেন চৌধুরী। জানিয়েছেন, পর্যায়ক্রমে হাসপাতালটিকে এক হাজার শয্যার হাসপাতালে রূপান্তর করার উদ্যোগ নেওয়া হবে।

শনিবার (৩ আগস্ট) মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা জানান। মন্ত্রী সাবের হোসেন চৌধুরী হাসপাতালটির ব্যবস্থাপনা কমিটির সভাপতি।

পরিবেশমন্ত্রী বলেন, এ হাসপাতালে সব ধরনের চিকিৎসাসেবা দেওয়ার সুযোগ তৈরি করা হবে যাতে কোনো রোগীকে অন্য কোনো হাসপাতালে রেফার করার প্রয়োজন না হয়। রোগী ভর্তির পরিমাণ বাড়ায় এ হাসপাতালকে পর্যায়ক্রমে এক হাজার শয্যার হাসপাতালে রূপান্তর করার উদ্যোগ নেওয়া হবে।

মুগদা মেডিকেল কলেজ হাসপাতালকে যাত্রাবাড়ী দিয়ে প্রবেশ করা দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা রোগীদের প্রথম হাসপাতাল বলেও উল্লেখ করেন মন্ত্রী। বলেন, এ হাসপাতালের উন্নয়নে মাস্টারপ্ল্যান করা হবে। এখানের সব অবকাঠামো যাতে যথাযথভাবে ব্যবহৃত হয় তার উদ্যোগ নেওয়া হবে। প্রয়োজনীয় সংখ্যক ডাক্তার ও আনুষঙ্গিক জনবল পদায়নের ব্যবস্থা গ্রহণ করা হবে।

সভায় বক্তব্য রাখেন  মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সদস্য, চিকিৎসক ও সংশ্লিষ্ট বিভিন্ন বিভাগের প্রতিনিধিরা।

You may also like

সম্পাদক : হামীম কেফায়েত

গ্রেটার ঢাকা পাবলিকেশন নিউমার্কেট সিটি কমপ্লেক্স ৪৪/১, রহিম স্কয়ার

নিউমার্কেট, ঢাকা ১২০৫

যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@pran24.com