মানসিক স্বাস্থ্য সেবা কার্যক্রমকে এগিয়ে নিতে আরও ৬ জেলা যুক্ত

by glmmostofa@gmail.com

নিজস্ব প্রতিবেদক।।

দেশে প্রতিনিয়তই বাড়ছে মানসিক রোগী। তাই মানসিক  স্বাস্থ্য সেবা কার্যক্রমকে এগিয়ে নিতে আরও দেশের  ৬টি জেলাকে সম্পৃক্ত করা হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের এনসিডিসি প্রোগ্রাম, জাতীয় মানসিক স্বাস্থ্য ইন্সটিটিউট ও হাসপাতাল এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার যৌথ উদ্যোগে চলমান “Special Initiative for Mental Health” এর কার্যক্রমের আওতায় সম্পৃক্ত করা হয়।

এর মধ্যে  যশোর, চাঁপাইনবাবগঞ্জ, সিলেট ও বান্দরবানের পাশাপাশি অচিরেই নোয়াখালী, শেরপুর, নেত্রকোনা, খুলনা, ঝিনাইদহ ও কুড়িগ্রামে মানসিক স্বাস্থ্য সেবার এই কার্যক্রম শুরু হতে যাচ্ছে। এর ফলে দেশের মোট ১০ জেলা স্পেশাল মানসিক স্বাস্থ্য সেবা কার্যক্রমের আওতায় এলো।

এরই প্রস্তুতি হিসেবে Special Initiative for Mental Health এর অন্তর্গত সব জেলার সিভিল সার্জনদের উপস্থিতিতে সম্প্রতি একটি কর্মশালার আয়োজন করা হয়। এতে সিভিল সার্জনেরা তাদের নিজ নিজ জেলার জন্য নতুন বছরের কর্মপরিকল্পনা প্রণয়ন করেন।

কর্মশালায় প্রধান অতিথি ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মো. জাহাঙ্গীর আলম।

বিশেষ অতিথি ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের অতিরিক্ত সচিব মো. সাইদুর রহমান, স্বাস্থ্য অধিদপ্তর অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) ডা. রাশেদা সুলতানা। এছাড়াও  স্বাস্থ্য সেবা বিভাগ ও স্বাস্থ্য অধিদপ্তরের উচ্চপদস্থ কর্মকর্তাসহ জাতীয় মানসিক স্বাস্থ্য ইন্সটিটিউট ও হাসপাতাল এবং পাবনা মানসিক হাসপাতালের পরিচালক, বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি, সূচনা ফাউন্ডেশন, আইসিডিডিআর,বি ও সিয়াইপিআরবির প্রতিনিধি উপস্থিত ছিলেন।

এতে সভাপতিত্ব করেন এনসিডিসি প্রোগ্রাম লাইন ডাইরেক্টর অধ্যাপক ডা. রোবেদ আমিন।

কর্মশালায় প্রাথমিক স্বাস্থ্য সেবা পর্যায়ে মানসিক স্বাস্থ্যকে অন্তর্ভুক্ত করার লক্ষে চলমান কার্যক্রম এবং জাতীয় মানসিক স্বাস্থ্য কর্মকৌশলের সফল বাস্তবায়নের বিষয়ে অতিথিরা দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন।

You may also like

সম্পাদক : হামীম কেফায়েত

গ্রেটার ঢাকা পাবলিকেশন নিউমার্কেট সিটি কমপ্লেক্স ৪৪/১, রহিম স্কয়ার

নিউমার্কেট, ঢাকা ১২০৫

যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@pran24.com