মানসিক অবস্থার অবনতিতে শিশুদের মধ্যে বাড়ছে আত্মহত্যার প্রবণতা

by glmmostofa@gmail.com

নিজস্ব প্রতিবেদক 

সারা বিশ্বে শিশুদের মানসিক অবস্থার অবনতি ঘটার ফলস্বরূপ তাদের মধ্যে আত্মহত্যার প্রবণতা বাড়ছে। একটি জরিপে দেখা গেছে, আমাদের দেশে ২০২৩ সালে মোট ৫১৩ জন শিক্ষার্থী আত্মহত্যার পথ বেছে নেন। যার মধ্যে স্কুলগামী শিক্ষার্থী ২২৭ জন এবং কলেজ শিক্ষার্থী ১৪০ জন।

শনিবার (১৮ মে) শিশুদের মানসিক স্বাস্থ্যের উন্নয়নে সহায়ক একটি কর্মশালায় বক্তারা এতথ্য দেন। আঁচল ওয়েলবিং কর্নার (আঁচল ফাউন্ডেশনের একটি প্রতিষ্ঠান) ও নাসিরউল্লাহ সাইকোথেরাপি ইউনিট যৌথভাবে ‘শিশুদের মনের যত্ন: মনোবল বৃদ্ধির উপায়’ শীর্ষক এ কর্মশালার আয়োজন করে। কর্মশালায় ৭০ জন অভিভাবক ও অতিথি উপস্থিত ছিলেন।

কর্মশালায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগের অধ্যাপক কামাল চৌধুরী, বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগের অধ্যাপক জোহরা পারভীন, ক্লিনিক্যাল সাইকোলজিস্ট সাবিহা জাহান, ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগের সহযোগী অধ্যাপক জোবেদা খাতুন প্রমুখ উপস্থিত ছিলেন।

আত্মহত্যার কারণ প্রসঙ্গে অধ্যাপক জোহরা পারভীন বলেন, আমাদের পৃথিবীটা বৈশ্বিক গ্রামে রূপান্তরিত হওয়ায় জেনারেশনাল গ্যাপ তৈরি হচ্ছে। গত দুই বছরে এই পরিবর্তনের মাত্রা বেশি। এখনকার বাচ্চাদের মধ্যে যে পরিবর্তন পরিলক্ষিত হচ্ছে তার পেছনে প্রভাবক হিসেবে কাজ করছে পরিবেশ, সংস্কৃতি ও এখনকার ধারা।

ক্লিনিক্যাল সাইকোলজিস্ট সাবিহা জাহান মনে করেন, কর্মশালাটিতে অতিথিদের অভিজ্ঞতা ও গল্পগুলো শুনে অভিভাবকদের দৃষ্টিভঙ্গিতে পরিবর্তন নিয়ে আসা যেতে পারে।

‘লেট আওয়ার কিডস ব্লোসম’ নীতিবাক্যটিকে মননে ধারণ করে যাত্রা শুরু করা আঁচল ফাউন্ডেশনের প্রধান লক্ষ্য দেশজুড়ে আত্মহত্যার হার শূন্যের কোঠায় নামিয়ে আনাই মূল উদ্দেশ্য।

 

You may also like

সম্পাদক : হামীম কেফায়েত

গ্রেটার ঢাকা পাবলিকেশন নিউমার্কেট সিটি কমপ্লেক্স ৪৪/১, রহিম স্কয়ার

নিউমার্কেট, ঢাকা ১২০৫

যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@pran24.com