মহানবীকে কটূক্তি: প্রতিবাদে ইবনে সিনা মেডিকেল শিক্ষার্থীদের সমাবেশ 

by glmmostofa@gmail.com

নিজস্ব প্রতিবেদক।। 

 বিশ্বনবী হযরত মুহাম্মদ (স.)-কে নিয়ে ভারতের পুরোহিত রামগিরি ও মন্ত্রী নীতিশ রানের কটূক্তির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে ইবনে সিনা মেডিকেল কলেজের শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (৩ অক্টোবর) বেলা ১২টায় ক্যাম্পাসের শহীদ মীর কাসেম আলী চত্বরে এই বিক্ষোভ মিছিল করেন তারা।

শিক্ষার্থীরা এ সময় ‘বিশ্ব নবীর অপমান, সইবে না রে মুসলমান; তোমার নেতা আমার নেতা, বিশ্বনবী মোস্তফা; তোমার আমার কালিমা, লা-ইলাহা ইল্লাল্লাহ, জেগেছে রে জেগেছে, বিশ্ব মুসলিম জেগেছে; ভারতের দালালেরা হুঁশিয়ার সাবধান; জিন্দাবাদ জিন্দাবাদ, দ্বীন ইসলাম জিন্দাবাদ; ইত্যাদি স্লোগান দিতে থাকেন ।

You may also like

সম্পাদক : হামীম কেফায়েত

গ্রেটার ঢাকা পাবলিকেশন নিউমার্কেট সিটি কমপ্লেক্স ৪৪/১, রহিম স্কয়ার

নিউমার্কেট, ঢাকা ১২০৫

যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@pran24.com