মস্তিষ্কসহ বিপজ্জনক তিন ক্যানসারের উপসর্গ জানালেন গবেষকরা

by glmmostofa@gmail.com

নিউজ ডেস্ক।। 

মার্কিন যুক্তরাষ্ট্রের  নিউইয়র্কের ‘ক্যানসার রিসার্চ ইনস্টিটিউট’-র একটি গবেষণায় বিপজ্জনক ৩ ক্যানসারের উপসর্গ সম্পর্কে জানানো হয়েছে। উল্লিখিত সেসব উপসর্গ থাকলে পরীক্ষানিরীক্ষার মাধ্যমে যাচাই করে নেয়া প্রয়োজন শরীরে ক্যানসার বাসা বাধার শঙ্কা। ক্যানসার ৩টি হলো- ১. থাইরয়েড ক্যানসার, ২. রক্তের ক্যানসার ও ৩. মস্তিষ্কের ক্যানসার।  গবেষণার তথ্য নিচে সংক্ষিপ্তভাবে তুলে থরা হলো।

১। থাইরয়েড ক্যানসার: যদি কারো থাইরয়েড ক্যানসারে আক্রান্ত হওয়ার শঙ্কা থাকে তবে চোখ স্বাভাবিক আকৃতি থেকে বড় হয়ে সামনের দিকে বেরিয়ে আসার উপসর্গ দেখা দেবে। এছাড়া বুক ধড়ফড় করা, ওজন কমতে শুরু করা থাইরয়েড গ্রন্থিতে ক্যানসারের লক্ষণ হতে পারে।প্রায়ই বমি ও অজ্ঞান হওয়ার মতো সমস্যায় ভোগেন থাইরয়েড ক্যানসার রোগীরা। এ ক্ষেত্রে ঘাড়ের কাছে শক্ত মাংসপিণ্ডের উপস্থিতি লক্ষ করা যায়।

২। রক্তের ক্যানসার: রক্তের ক্যানসারে আক্রান্ত ব্যক্তির প্রাথমিক পর্যায়ে কোনও লক্ষণ থাকে না। তবে সময়ের গড়ানোর সঙ্গে সঙ্গে কমতে শুরু করে শরীরে হিমোগ্লোবিনের পরিমাণ। প্রায়ই জ্বর ও সংক্রমণ হয় এমন রোগে ভোগেন রোগী। শরীরে কালশিটে পড়া রক্তের ক্যানসারের অন্যতম একটি লক্ষণ।

৩। মস্তিষ্কের ক্যানসার: মস্তিষ্কের ক্যানসারে শরীরে যেসব উপসর্গ বা লক্ষণ স্পষ্ট হয়ে উঠতে পারে সেগুলো হলো মাথাব্যথা, সকালে বমি হওয়া, দৃষ্টিশক্তির সমস্যা, চোখ ট্যারা হয়ে যাওয়া, কানে সবসময় ভোঁ ভোঁ আওয়াজ হওয়া ইত্যাদি। মস্তিষ্কের ক্যানসার রোগটি গুরুতর হয়ে উঠলে অঙ্গ বিকলও হয়ে যেতে পারে বলে জানিয়েছে  গবেষকরা।

You may also like

সম্পাদক : হামীম কেফায়েত

গ্রেটার ঢাকা পাবলিকেশন নিউমার্কেট সিটি কমপ্লেক্স ৪৪/১, রহিম স্কয়ার

নিউমার্কেট, ঢাকা ১২০৫

যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@pran24.com