৫২
নিজস্ব প্রতিবেদক।।
বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সাইকিয়াট্রিস্টসের আজীবন সদস্য ও বিশিষ্ট মনোরোগ বিশেষজ্ঞ ব্রিগেডিয়ার জেনারেল (অব.) অধ্যাপক ডা. নজরুল হক মারা গেছেন।
সোমবার (২৯ জানুয়ারি) সকালে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।
তার সহপাঠী ও সহকর্মীরা ফেসবুকে মৃত্যুর তথ্য নিশ্চিত করেন।
জানা গেছে, ব্রিগেডিয়ার নজরুল হক সিএমএইচ হাসপাতালে মনোরোগ বিশেষজ্ঞ হিসেবে কর্মরত ছিলেন।
নজরুল হকের প্রথম জানাজা সোমবার বাদ জোহর সম্মিলিত সামরিক হাসপাতাল চত্বরে অনুষ্ঠিত হয়। মঙ্গলবার বেলা ১১টায় বনানী কবরস্থানে অধ্যাপক নজরুল হককে সামরিক মর্যাদায় দাফন করা হবে।