ভোলা হাসপাতালকে দালালমুক্ত অভিযান, ওষুধ কোম্পানির ৩০ ব্যাগ জব্দ

by glmmostofa@gmail.com

ভোলা প্রতিনিধি।।

বরিশাল বিভাগের ভোলার ২৫০ শয্যার হাসপাতালকে দালালমুক্ত ও রোগীদের স্বাস্থ্যসেবা নিশ্চিতে সাঁড়াশি অভিযান শুরু করেছেন সিভিল সার্জন ও তত্ত্বাবধায়ক। কেবল সপ্তাহে দুই দিন দুপুর ১টা থেকে ২টা পর্যন্ত এক ঘণ্টার জন্য ওষুধ কোম্পানির প্রতিনিধিরা ডাক্তারদের সঙ্গে দেখা করতে পারবেন। অন্য সময় তাদের হাসপাতাল চত্বরে পাওয়া গেলে আটক করা হবে। একদিন আগে ৩০ জনের ব্যাগ জব্দ করা হয়েছে।

সোমবার  (১১ ডিসেম্বর) জেলা আইনশৃঙ্খলা বিষয়ক কমিটির সভায় সিভিল সার্জন এ তথ্য নিশ্চিত করেন। ওই সভার সভাপতি জেলা প্রশাসক আরিফুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার মামুনুর রশিদ, পৌর মেয়র মোহাম্মদ মনিরুজ্জামানসহ উপস্থিত ৪০ সদস্য এ উদ্যোগকে স্বাগত জানান।

সভায় সিভিল সার্জন জানান, বহিরাগত শতাধিক অ্যাম্বুলেন্স ও অটোরিকশা, ইজিবাইক হাসপাতাল চত্বরে জড়ো থাকায় রোগীদের চলাচলে বাধাগ্রস্ত অবস্থা হয়। এদেরও নিয়ন্ত্রণে আনা হয়েছে। আগে বিভিন্ন বেসরকারি ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টারের দালালরা হাসপাতালের ভেতর অবস্থান করে রোগীদের পরীক্ষা নিরীক্ষার জন্য অনেকটা কৌশল বা জোরপূর্বক তাদের সেন্টারে নিয়ে যেত। সিসি ক্যামেরায় ওই সব দালালদের চিহ্নিত করা হচ্ছে। এদের তালিকা করে পুলিশে দেওয়ার উদ্যোগ নেয়া হয়েছে। এর পাশাপাশি হাসপাতালে প্রবেশ পথের দুপাশের সব অবৈধ গড়ে ওঠা দোকানপাট উচ্ছেদ করার জন্য অভিযান শুরু করা হবে।

হাসপাতালে ডাক্তার সংকট বিষয় উল্লেখ করে সিভিল সার্জন ও তত্ত্বাবধায়ক ডা. মো. মনিরুল ইসলাম জরুরিভিত্তিতে ভোলা ২৫০ শয্যা হাসপাতালে ডাক্তার পোস্টিং দেওয়ার জন্য জোর দাবি জানান।

You may also like

সম্পাদক : হামীম কেফায়েত

গ্রেটার ঢাকা পাবলিকেশন নিউমার্কেট সিটি কমপ্লেক্স ৪৪/১, রহিম স্কয়ার

নিউমার্কেট, ঢাকা ১২০৫

যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@pran24.com