ভাসকুলার সোসাইটির নতুন সভাপতি ডা. বাশার, মহাসচিব ডা. সাকলায়েন

by glmmostofa@gmail.com

নিজস্ব প্রতিবেদক।।

আগামী ২০২৪-২০২৫ সেশনে বাংলাদেশ ভাসকুলার সোসাইটির নতুন কমিটি ঘোষণা হয়েছে। আর এ কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের অধ্যাপক ডা. এএইসএম বাশারকে এবং  মহাসচিব নির্বাচিত হয়েছেন  ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালের ভাসকুলার সার্জারি বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক ডা. সাকলায়েন রাসেল।

শুক্রবার  (৩০ ডিসেম্বর) রাতে রাজধানীর একটি রেস্টুরেন্টে আয়োজিত এক অনুষ্ঠানে নতুন কমিটি গঠন করা হয়।

জানা গেছে, বিকেল ৩টায় বাংলাদেশ ভাসকুলার সোসাইটির নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়, চলে একটানা রাত ৮টা পর্যন্ত। সারা দেশ থেকে আগত ভাসকুলার সার্জনরা নতুন নেতৃত্ব নির্বাচনে ভোট দেন। উৎসবমুখর পরিবেশে প্রায় ৯০ শতাংশ ভোট পড়ে। সোসাইটির সদস্যদের সরাসরি ভোটে আগামী দুই বছরের জন্য (২০২৪-২০২৫) নির্বাচনের মাধ্যমে নতুন কমিটি গঠন করা হয় বলে সংগঠনের পক্ষ থেকে জানানো বলা হয়েছে ।

 

You may also like

সম্পাদক : হামীম কেফায়েত

গ্রেটার ঢাকা পাবলিকেশন নিউমার্কেট সিটি কমপ্লেক্স ৪৪/১, রহিম স্কয়ার

নিউমার্কেট, ঢাকা ১২০৫

যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@pran24.com