বৈরুতে হিজবুল্লাহর স্বাস্থ্য ইউনিটে ইসরায়েলি হামলা, নিহত ৬

by glmmostofa@gmail.com

নিউজ ডেস্ক।।

গত সপ্তাহ থেকে রাজধানী বৈরুতসহ লেবাননের বিভিন্ন জায়গায় হিজবুল্লাহর বিরুদ্ধে জোরালো হামলা চালিয়ে আসছে ইসরায়েলি বাহিনী।এর মধ্যে বুধবার (২ অক্টোবর) গভীর রাতে লেবাননের রাজধানী বৈরুতের মধ্যাঞ্চলে একটি ভবনে ইসরায়েলের বিমান হামলায় নিহতের সংখ্যা বেড়ে ছয়জনে দাঁড়িয়েছে। 

আল জাজিরার প্রতিনিধি লরা খান বলেন, ‘এখন পর্যন্ত আমরা ছয়জন নিহত হওয়ার খবর জানতে পেরেছি। দুজন ঘটনাস্থলেই মারা যান। বাকিরা হাসপাতালে মারা যান। হাসপাতালে এখনো সাতজন চিকিৎসাধীন আছেন।’

প্রতিবেদনে বলা হয়েছে, বৈরুতের মধ্যাঞ্চলের যে ভবনে হামলা হয়েছে, সেটি হিজবুল্লাহর একটি ‘স্বাস্থ্য ইউনিট’। হামলার পর বহুতল ভবনটিতে আগুন ধরে যায়।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে আল জাজিরা জানায়, লেবাননে গত ২৪ ঘণ্টায় ইসরায়েলের হামলায় ৪৫ জন নিহত এবং আরও ৮৫ জন আহত হয়েছেন।খবর আল জাজিরার।

You may also like

সম্পাদক : হামীম কেফায়েত

গ্রেটার ঢাকা পাবলিকেশন নিউমার্কেট সিটি কমপ্লেক্স ৪৪/১, রহিম স্কয়ার

নিউমার্কেট, ঢাকা ১২০৫

যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@pran24.com