বিসিএস পরীক্ষায় চিকিৎসকদের বয়সসীমা ৩৪ করার দাবি

by glmmostofa@gmail.com

নিজস্ব প্রতিবেদক।।

অনতিবিলম্বে বিসিএস পরীক্ষায় চিকিৎসকদের বয়সসীমা ৩৪ বছর করে প্রজ্ঞাপন জারি করার দাবি জানিয়েছে ইউনাইটেড মেডিকেল অর্গানাইজেশনস অব বাংলাদেশ।

সোমবার (৬ জানুয়ারি) জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে এক সংবাদ সম্মেলনে তারা এই দাবি জানান।

ইউনাইটেড মেডিকেল অর্গানাইজেশনস অব ডক্টরসের মুখপাত্র ডা. মোবারক হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অধ্যাপক ডা. আব্দুল ওয়াহাব, চিকিৎসক ঐক্য পরিষদের সভাপতি ডা. মাহফুজুল হক চৌধুরী।

বক্তারা বলেন, গত ২৮ নভেম্বর প্রকাশিত ৪৭তম  বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) পরীক্ষায় আবেদনকারীর বয়সসীমা ২১ থেকে ৩২ বছর উল্লেখ করা হয়, যা সব আবেদনকারীর ক্ষেত্রেই প্রযোজ্য। অন্যান্য বিসিএস আবেদনকারীর স্নাতক শেষ করতে যেখানে ন্যূনতম ৪ বছর প্রয়োজন হয়, সেখানে চিকিৎসকদের এমবিবিএস/বিডিএস স্নাতক ও ইন্টার্নশিপ শেষ করতে ন্যূনতম ৭৮ মাস বা সাড়ে ৬ বছর লাগে।

তাই পূর্ববর্তী সব সাধারণ বিসিএস পরীক্ষায় যেখানে আবেদনকারীদের বয়সসীমা ৩০ বছর ছিল সেখানে চিকিৎসকদের বয়সসীমা ৩২ বছর ছিল। সর্বশেষ প্রকাশিত প্রজ্ঞাপনে সবার ক্ষেত্রে বয়সসীমা ২ বছর বৃদ্ধি করে ৩২ করা হলেও চিকিৎসকদের ক্ষেত্রে কোনো বয়স বৃদ্ধি হয়নি। ফলে চিকিৎসকরা এক্ষেত্রে বৈষম্যের শিকার হচ্ছেন বলে সচেতন চিকিৎসক মহলের দাবি।

স্বাস্থ্য মন্ত্রণালয় চিকিৎসক মহলের দাবির সঙ্গে একাত্মতা পোষণ করে এবং স্বাস্থ্য মন্ত্রণালয় গত ১৭ ডিসেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয়কে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দিলেও জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এখনও বয়স বৃদ্ধি সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হচ্ছে না। এরই মধ্যে ৪৭তম বিসিএস পরীক্ষায় গত ২৯ ডিসেম্বর থেকে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে।

চিকিৎসক মহল সরকারের দৃষ্টি আকর্ষণের জন্য এরই মধ্যে চিকিৎসক সমাবেশ করা, জাতীয় নাগরিক কমিটির সঙ্গে যোগাযোগ করা, স্বাস্থ্য মন্ত্রণালয়ের সাথে নিয়মিত যোগাযোগ করা, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিবদের সঙ্গে দেখা করাসহ নীতিনির্ধারণী পর্যায়ের ব্যক্তিদের সাথে অসংখ্যবার যোগাযোগ করেছে।

চিকিৎসক ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক ডা. মঈনুদ্দিন চিশতী বলেন, স্বাস্থ্য সেবা মানুষের মৌলিক ও সাংবিধানিক অধিকার। এই স্বাস্থ্য সেবা নিশ্চিতের জন্য রাষ্ট্র জনগণের কাছে দায়বদ্ধ। এই দায়বদ্ধতাকে কাঁধে নিয়ে দেশের মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিতের লক্ষ্যে এদেশের চিকিৎসক সমাজ অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করে যাচ্ছে।

চিকিৎসক ঐক্য পরিষদের সাংগঠনিক সম্পাদক ডা. গোলাম সামদানি বলেন, জুলাই ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে যে বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করা হয়েছে এ রকম একটি যৌক্তিক বিষয় সমাধান না করা এই রাষ্ট্রের বিপ্লবের পরিপন্থি হবে বলে আমরা মনে করি। আমরা আশা করি অন্তর্বর্তী সরকার আমাদের কঠোর কর্মসূচি দিতে বাধ্য করবেন না। তাই সরকারের কাছে আবেদন থাকবে, বিসিএস পরীক্ষায় চিকিৎসকদের বয়সসীমা আগের মতো দুই বছর বৃদ্ধিপূর্বক ৩৪ বছর করে অবিলম্বে প্রজ্ঞাপন জারির করার জোর দাবি জানাচ্ছি।

 

You may also like

সম্পাদক : হামীম কেফায়েত

গ্রেটার ঢাকা পাবলিকেশন নিউমার্কেট সিটি কমপ্লেক্স ৪৪/১, রহিম স্কয়ার

নিউমার্কেট, ঢাকা ১২০৫

যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@pran24.com