নিজস্ব প্রতিবেদক।।
বিনামূল্যে ৩৫০ রোগীকে স্বাস্থ্যসেবা দিয়েছে ইনসাফ বারাকাহ কিডনি এন্ড জেনারেল হাসপাতাল।
শনিবার (১৬ ডিসেম্বর) সকালে মহান বিজয় দিবস উপলক্ষ্যে মগবজারে অবস্থিত হাসপাতালটিতে মেডিকেল ক্যাম্পের উদ্বোধনী দিনে ২৩ জন বিশেষজ্ঞ চিকিৎসক রোগীদের বিনামূল্যে সেবা দেন। আগত রোগীদের দিনব্যাপী ডায়াবেটিক ও উচ্চরক্তচাপ পরীক্ষা ও ডেন্টাল চেকআপ সহ প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়। ক্যাম্প উপলক্ষে হাসপাতালের পক্ষ থেকে ১৫ দিনব্যাপি বিভিন্ন কর্মসূচী ঘোষণা করা হয়।
শনিবার সকালে বিনামূল্যে স্বাস্থ্যসেবার উদ্বোধন করেন হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. সৈয়দ আফজালুল করিম। এসময় জানানো হয় প্রতিবছরের মত এবারও মহান বিজয় দিবস উপলক্ষ্যে আজ (১৬ ডিসেম্বর) থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত বিশেষ প্যাকেজের আওতায় রোগীদের চিকিৎসা দেওয়া হবে। এ সময় বিনামূল্যে বিশেষজ্ঞ সার্জন দ্বারা ৫ জন হতদরিদ্র পরিবারের শিশুর সুন্নাতে খৎনা (মুসলমানী) করা হবে। বিশেষ প্যাকেজে ৫টি পরীক্ষা (সিবিসি, ইউরিন আর/ই, আরবিএস, ইসিজি ও হোল অ্যাবডোমেন আল্টাসনোগ্রাম) ১২০০ টাকায় করা হবে। সিটি স্ক্যানসহ প্রয়োজনীয় অন্যান্য পরীক্ষা-নিরীক্ষায় ৫০ শতাংশ ছাড় দেওয়া হবে। ডেন্টাল চেক-আপ ফ্রি (ম্যাটেরিয়ালস ছাড়া) করা হবে। এছাড়াও অন্যান্যদের জন্য ৫ হাজার টাকায় সুন্নাতে খৎনা করানো হবে (মেডিসিন ও পরীক্ষা নিরীক্ষা ছাড়া)। রোগীরা নিবন্ধনের মাধ্যমে এসব সেবা নিতে পারবেন।
শনিবার বিনামূল্যে স্বাস্থ্যসেবা দিতে আয়োজিত মেডিকেল ক্যাম্পে সেবা দেনÑ হাসপাতালের চর্ম যৌন ও এলার্জি বিশেষজ্ঞ অধ্যাপক ডা. সৈয়দ আফজালুল করিম, মেডিসিন ও বক্ষব্যাধি বিশেষজ্ঞ অধ্যাপক ডা. মো. শেখ আব্দুল ফাত্তাহ, লিভার, পরিপাকতন্ত্র ও ইন্টানাল মেডিসিন বিশেষজ্ঞ অধ্যাপক ডা. সৈয়দ মোহাম্মাদ আরীফ, ইউরোলজি বিশেষজ্ঞ অধ্যাপক ডা. একেএম মুসা ভুঞা বাবলু, নাক-কান-গলা বিশেষজ্ঞ অধ্যাপক ডা. আশেকুর রহমান, কিডনি বিশেষজ্ঞ ডা. শারাবান তহুরা, নিউরো মেডিসিন বিশেষজ্ঞ ডা. স্নিগ্ধা সরকার সহ ২৩ জন বিভিন্ন বিষয়ের বিশেষজ্ঞ চিকিৎসক।
হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. সৈয়দ আফজালুল করিম বলেন, ২০৩০ সালের মধ্যে সর্বজনীন স্বাস্থ্য সুরক্ষা ও এসডিজি অর্জনের লক্ষ্যমাত্রা রয়েছে বাংলাদেশের। লক্ষ্যমাত্রা অর্জন রোগীদের মানসস্মত চিকিৎসা সেবা নিশ্চিতে সরকারের পাশাপাশি তাদের বেসরকারিভাবে উদ্যোগ এটা। তাছাড়া সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে আমরা সাধারণ মানুষের জন্য বিভিন্ন দিবসে এ ধরনের ক্যাম্পের আয়োজন করে থাকি। এবারও মহান বিজয় দিবস উপলক্ষে এই আয়োজন করা হয়।