বিএসএমএমইউ: শ্রীঘ্রই আলাদা করা  হচ্ছে জোড়া লাগনো শিশু সুমাইয়া ও খাদিজাকে

by glmmostofa@gmail.com

নিজস্ব প্রতিবেদক।। 

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) ভর্তি  কোমড় থেকে নিম্নাংশে জোরা লাগানো ৩০ মাস বয়সী শিশু সুমাইয়া ও খাদিজার শরীরে  খুব শ্রীঘ্রই অস্ত্রোপচারের মাধ্যমে আলাদা করা হবে জানিয়েছে বিশ^বিদ্যালয় কর্তৃপক্ষ।

সোমবার  (৮ এপ্রিল)  বিএসএমএমইউর  কেবিন ব্লকের দ্বিতীয় তলায় চিকিৎসাধীন দুই শিশুর চিকিৎসার খোঁজ খবর নেন বিশ্ববিদ্যালয়ে নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ডা. দীন মো. নূরুল হক। এসময় শিশু বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. একেমএম জাহিদ হোসেন জানান, কোমড় থেকে নিম্নাংশে জোরা লাগানো ৩০ মাস বয়সী শিশু সুমাইয়া ও খাদিজার কমপক্ষে তিনবার জটিল অস্ত্রোপচারের মাধ্যমে শিশুর দুটিকে আলাদা করার প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

এছাড়াও বিএসএমএমইউর নবনিযুক্ত উপাচার্য বিশ্ববিদ্যালয়ের বি ব্লকের রেজিস্ট্রার অফিস, প্রক্টর অফিস, পরীক্ষা নিয়ন্ত্রক অফিস, কেবিন ব্লকের অপারেশন থিয়েটারসমূহ, আইসিইউ ও  কেবিন ব্লকের দ্বিতীয় তলা পরিদর্শন করেন।

এসময় উপাচার্য  পরিস্কার পরিচ্ছন্ন পরিবেশ বাজায় রাখার উপর গুরুত্বারোপ করে অপ্রয়োজনীয় ও অব্যহৃত বিভিন্ন জিনিসপত্র দ্রুত সরিয়ে ফেলার নির্দেশ দেন। তিনি আইসিইউ, অপারেশন থিয়েটার, কেবিন ব্লকে চিকিৎসাসেবার খোঁজ-খবর নেন এবং সেখানকার চিকিৎসাসেবা কার্যক্রম আরো উন্নত করার পরামর্শ দেন। আইসিইউতে চিকিৎসাধীন স্বাচিপের সাবেক মহাসচিব অধ্যাপক ডা. এম এ আজিজের  মাতা ৮৮ বছর বয়সী মিসেস কমলা খাতুনের চিকিৎসারও খোঁজ-খবর নেন নবনিযুক্ত উপাচার্য ।

এসময় উপাচার্যের সাথে ছিলেন  বিশ্ববিদ্যালয়ের ডিন অধ্যাপক ডা. দেবব্রত বনিক, রেজিস্ট্রার অধ্যাপক ডা. এবিএম আব্দুল হান্নান, প্রক্টর অধ্যাপক ডা. মো. হাবিবুর রহমান দুলাল, এ্যানেসথেশিয়া, এ্যানালজেশিয়া এন্ড ইনটেনসিভ কেয়ার মেডিসিন বিভাগের অধ্যাপক ডা. দেবাশীষ বনিক, শিশু বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা, একেমএম জাহিদ হোসেন, অনকোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. নাজির উদ্দিন মোল্লাহ, পরিচালক (হাসপাতাল) ব্রিগেডিয়ার জেনারেল ডা.  মো. রেজাউর রহমান, সহকারী প্রক্টর সহযোগী অধ্যাপক ডা. মো. আরিফুল ইসলাম জোয়ারদার টিটো, এ্যানেসথেশিওলজিস্ট ডা. মো. আশরাফুজ্জামান সজীব প্রমুখ।

You may also like

সম্পাদক : হামীম কেফায়েত

গ্রেটার ঢাকা পাবলিকেশন নিউমার্কেট সিটি কমপ্লেক্স ৪৪/১, রহিম স্কয়ার

নিউমার্কেট, ঢাকা ১২০৫

যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@pran24.com