নিজস্ব প্রতিবেদক।।
মানুষের রোগ নির্ণয়, রোগ প্রতিরোধ ও প্রতিকারের জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) সঙ্গে চাইল্ড হেলথ ফর রিসার্চ ফাউন্ডেশনের (সিএইচআরএফ) সমাঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
রোববার (৪ ফেব্রুয়ারি) সকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদের কার্যালয়ে এ চুক্তি স্বাক্ষরিত হয়।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপাচার্য ডা.শারফুদ্দিন আহমেদ বলেন, বিশ্ববিদ্যালয়ে শিক্ষা, সেবা ও গবেষণায় বর্তমান প্রশাসনের সময়ে অনেক এগিয়েছে। আমরা গবেষণা বৃদ্ধির জন্য দেশী বিদেশী বহু খ্যাতিনামা প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করছি। এরই ধারাবাহিকতায় হেলথ ফর রিসার্চ ফাউন্ডেশনের সঙ্গে আমরা কাজ করার লক্ষ্যে চুক্তি করছি। চুক্তির মাধ্যমে আমরা দেশের মানুষের রোগ নির্ণয়, রোগ প্রতিরোধ ও প্রতিকারের জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করব।
তিনি বলেন, বাংলাদেশের যেকোন প্রতিষ্ঠানের অর্জনই দেশের অর্জন । তাই প্রতিষ্ঠানের একার অর্জন নয় বরং সারাদেশের অর্জন হিসেবে মূল্যায়ন করতে হবে। শিশু স্বাস্থ্যের জন্য চাইল্ড হেলথ ফর রিসার্চ ফাউন্ডেশন অনেক কাজ করছে। তাদের কাজের স্বীকৃতি বিশ্বব্যাপী। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় ও চাইল্ড হেলথ রিসার্চ ফাউন্ডেশন ঐক্যবদ্ধভাবে গবেষণা কাজ করলে এ দেশের মানুষের স্বাস্থ্যসেবার পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গণেও সুনাম বৃদ্ধি পাবে।
সমাঝোতা চুক্তি স্বাক্ষরকালে উপস্থিত ছিলেন একুশে পদকপ্রাপ্ত একজন বাংলাদেশী অণুজীববিজ্ঞানী এবং জনস্বাস্থ্য বিশেষজ্ঞ সমীর কুমার সাহা, বিশ্ব স্বাস্থ্য সংস্থার পোলিও ট্রানজিশন ইন্ডিপেনডেন্ট মনিটরিং বোর্ডের সদস্য হেলথ রিসার্চ ফাউন্ডেশনের পরিচালক অণুজীববিজ্ঞানী সেঁজুতি সাহা, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ডা. মোহাম্মদ হাফিজুর রহমান, নিউন্যাটোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. সঞ্চয় কুমার দে, সুপার স্পেশালাইজড হাসপাতালের অতিরিক্ত পরিচালক হৃদরোগ বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মো. রসুল আমিন, সহযোগী অধ্যাপক ডা. ফয়সাল ইবনে কবির, ফার্মাকোলোজি বিভাগের অধ্যাপক ডা. অধীর কুমার দাস, সহযোগী অধ্যাপক ডা. মোহাম্মদ জাহিদুল আলম প্রমুখ ।