বিএসএমএমইউর পিএইচডি বিষয়ক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

নতুন ৩০ জন পিএইচডি গবেষককে বরণ 

by glmmostofa@gmail.com

নিজস্ব প্রতিবেদক।।

রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) পিএইচডি গবেষকদের নিয়ে ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৪ ফেব্রুয়ারি) দুপুরে  বিশ্ববিদ্যালয়ের অধীনে সুপার স্পেশালাইজড হাসপাতালের অডেটোরিয়ামে ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ ‘বিএসএমএমইউ: এ্যাজ রিসার্চ ইউনিভার্সিটি: কারেন্ট স্ট্যাটাস এন্ড ফিউচার প্রোসপেক্ট’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন। অনুষ্ঠানে ৩০ জন পিএইচডি গবেষককে বরণ করে নেওয়া হয়।

এসময় উপাচার্য বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসন দায়িত্ব নেওয়ার আগে গত ২৪ বছরে মাত্র ২ জন গবেষক পিএইচডি কোর্সে এনরোলমেন্ট করেছিলেন। কিন্তু বর্তমান প্রশাসন গবেষণায় বিশ্ববিদ্যালয়কে আন্তর্জাতিক মানের উন্নীত করার লক্ষ্যে প্রথম দিন থেকে কাজ করছে। এর ধারাবাহিকতায় এই প্রশাসন বিশ্ববিদ্যালয়কে গবেষণা বান্ধব করার জন্য বিভিন্ন উদ্যোগ হাতে নিয়েছে। এরফলে ক্লিনিক্যাল পিএইচডি কোর্সে প্রথম দফায় ২৪ জন ও দ্বিতীয় দফায় ৩০ জন গবেষক পিএইচডি কোর্সে এনরোলমেন্ট করেছেন। যা বিশ্ববিদ্যালয়ের জন্য একটি ইতিহাস ও মাইলফলক।

তিনি বলেন, আমরা গবেষণাকে উৎসাহিত করার জন্য গবেষণায় বরাদ্দ অনেক বৃদ্ধি করেছি। এছাড়া দেশের বিভিন্ন প্রতিষ্ঠানে  বিশ্ববিদ্যালয়ের গবেষদেরকে সংযুক্ত হবার বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করছি।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ডা. একেএম মোশাররফ হোসেন, ইউজিসি অধ্যাপক ডা. সজল কৃষ্ণ ব্যানার্জী, সোস্যাল এন্ড প্রিভেন্টিভ মেডিসিন অনুষদের ডিন অধ্যাপক ডা. আতিকুল হক, বেসিক সাইন্স এন্ড প্যারাক্লিনিক অনুষদের ডিন অধ্যাপক ডা. আহমেদ আবু সালেহ, রেজিস্ট্রার অধ্যাপক ডা. মোহাম্মদ হাফিজুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

You may also like

সম্পাদক : হামীম কেফায়েত

গ্রেটার ঢাকা পাবলিকেশন নিউমার্কেট সিটি কমপ্লেক্স ৪৪/১, রহিম স্কয়ার

নিউমার্কেট, ঢাকা ১২০৫

যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@pran24.com