বিএসএমএমইউতে ফ্রি ঠোঁট-তালু কাটা অস্ত্রোপচার কার্যক্রমের  উদ্বোধন 

by glmmostofa@gmail.com

নিজস্ব প্রতিবেদক।। 

মহান বিজয় দিবস উপলক্ষ্যে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) শহীদ শেখ জামাল জন্মগত মুখমণ্ডলের বিকৃতি, ঠোঁট ও তালু কাটা রোগীদের বিনামূল্যে অস্ত্রোপচারের ৬ষ্ঠ বারের কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

বুধবার  (২০ ডিসেম্বর)সকাল ১০ টায় বিশ্ববিদ্যালয়ের  প্লাস্টিক সার্জারি ইউনিটের উদ্যোগে  প্রধান অতিথি হিসেবে এ অস্ত্রোপচার কার্যক্রমের  উদ্বোধন করেন  উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ।

এসময়  উপাচার্য অধ্যাপক ডা. মোঃ শারফুদ্দিন আহমেদ বলেন,  আত্মীয় স্বজনদের মধ্যে বিয়ে হলে সাধারণ জন্মগত ত্রুটি নিয়ে শিশুরা জন্মগ্রহণ করে থাকে। এরা দুঃসহ  কষ্ট নিয়ে বেড়ে ওঠে। এ সমস্যা সমাধানের জন্য আত্মীয় স্বজনদের মধ্যে বিয়ে বন্ধ করা উচিত।

তিনি আরও বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের জন্মগত ত্রুটি নিয়ে জন্মগ্রহণ করা শিশুদের সেবায় কাজ করছে। জন্মগত মুখমণ্ডলের বিকৃতি, ঠোঁট ও তালু কাটা রোগীদের বিনামূল্যে অস্ত্রোপচার করছে বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইউনিট। মাননীয় শেখ হাসিনার বদন্যতার কারণে এ বিনামূল্যে কার্যক্রম পরিচালনা করতে পারছি ।তিনি ক্ষমতায় আছেন বলে আমরা এ ধরণের মানবিক কাজ করার সুযোগ পাচ্ছি। তাকে আবারও ক্ষমতায় আনতে হবে।

শেখ জামাল ফ্রি প্লাস্টিক সার্জারি ষষ্ঠ ক্যাম্পে অস্ত্রোপচারের লক্ষ্যে ১৭ ও ১৮ ডিসেম্বর রোগী বাছাই করা হয়। ১৯ ডিসেম্বর বাছাই করা রোগীদের ভর্তি সম্পন্ন করা হয়। বাছাই করা রোগীদের  আজ ২০ ডিসেম্বর ও ২১ ডিসেম্বর অস্ত্রোপচার করা হবে।

এসময়  বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল  বিশ্ববিদ্যালয়ের এ্যানেসথিওলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. দেবাশীষ বণিক, বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের প্রধান অধ্যাপক ডা. আইয়ুব আলী, পরিচালক ( হাসপাতাল) ব্রি. জে. ডা. রেজাউর রহমান, সহযোগী অধ্যাপক ( সার্জিক্যাল অনকোলজি)  ডা. মো.  রাসেল, অতিরিক্ত পরিচালক ( হাসপাতাল)  ডা. পবিত্র কুমার দেবনাথ প্রমুখ উপস্থিত ছিলেন।

 

You may also like

সম্পাদক : হামীম কেফায়েত

গ্রেটার ঢাকা পাবলিকেশন নিউমার্কেট সিটি কমপ্লেক্স ৪৪/১, রহিম স্কয়ার

নিউমার্কেট, ঢাকা ১২০৫

যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@pran24.com