বাংলাদেশ সোসাইটি অব ডেন্টিস্ট্রির কেন্দ্রীয়  কমিটি গঠন

ইকরাম সভাপতি এবং প্রিয়াংকা সম্পাদক

by glmmostofa@gmail.com

নিজস্ব প্রতিবেদক।। 

বাংলাদেশ সোসাইটি অব ডেন্টিস্ট্রির কেন্দ্রীয় কার্যকরী কমিটি গঠিত হয়েছে। এতে মো. ইকরাম হোসেন বাবুকে সভাপতি এবং প্রিয়াংকা সুকুলকে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হন।

বৃহস্পতিবার (২১শে ডিসেম্বর) ধানমন্ডির গেমব্লেয়ারস রেস্টুরেন্টে সংগঠনের বর্ধিত সভায় গঠনতন্ত্র অনুযায়ী কাউন্সিলের মাধ্যমে সংখ্যাগরিষ্ঠের সম্মতিক্রমে ডিপ্লোমা ডেন্টিষ্ট্রিতে ৩/৪ বছর মেয়াদী ডিপ্লোমা কোর্স সম্পন্নকারী মেডিকেল টেকনোলজিস্টদের (ডেন্টাল) প্রতিনিধিত্বকারী আন্তর্জাতিক এই সংগঠনের কমিটি গঠন করা হয়।

আর গঠনতন্ত্র অনুযায়ী, পরবর্তীতে নতুন সভাপতি ও সাধারণ সম্পাদকের সমন্বয়ে ৫১ (একান্ন) সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কার্যকরী কমিটি গঠন করা হবে। বিলুপ্ত সাবেক কমিটির সকল সদস্যসহ সকল সাধারণ সদস্য নবগঠিত কমিটিকে আন্তরিক অভিনন্দন ও সাদরে গ্রহণ করার মাধ্যমে ভবিষ্যতে সংগঠনের লক্ষ্য-উদ্দেশ্য সফলভাবে বাস্তবায়িত হবে বলে প্রত্যাশা করেন নেতৃবৃন্দ।

You may also like

সম্পাদক : হামীম কেফায়েত

গ্রেটার ঢাকা পাবলিকেশন নিউমার্কেট সিটি কমপ্লেক্স ৪৪/১, রহিম স্কয়ার

নিউমার্কেট, ঢাকা ১২০৫

যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@pran24.com