বাংলাদেশে প্রথমবারের মতো তিন দিনব্যাপী থাইরয়েড মেলা শুরু

by glmmostofa@gmail.com

নিজস্ব প্রতিবেদক।।
বাংলাদেশে প্রথমবারের মতো তিন দিনব্যাপী থাইরয়েড মেলা-২০২৪ শুরু হয়েছে। দ্য থাইরয়েড সেন্টার ও বিটমিরের আয়োজনে গতকাল বুধবার থেকে শুরু হওয়া এ মেলা চলবে আগামী ৩১ মে পর্যন্ত। মেলায় প্রায় তিন হাজার রোগীকে বিনামূল্যে ও কম মূল্যে সেবা প্রদান করা হবে।
বুধবার (২৯ মে) দুপুরে রাজধানীর দ্য থাইরয়েড সেন্টারের সভাকক্ষে আনুষ্ঠানিকভাবে এ মেলার উদ্বোধন করেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউক্লিয়ার মেডিসিন অ্যান্ড অ্যালায়েড সায়েন্সেসের (নিনমাস) বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. একেএম ফজলুল বারী।
মেলার আয়োজকরা জানান,  বিশ্ব থাইরয়েড দিবস ও আন্তর্জাতিক থাইরয়েড সচেতনতা সপ্তাহ উপলক্ষ্যে এ মেলায় আয়োজন করা হয়। মেলায় থাইরয়েড রোগীদের কম মূল্যে সুচিকিৎসা এবং যাদের থাইরয়েড হওয়ার সম্ভাবনা আছে তাদের স্বল্প মূল্যে ও এক বছরের নিচে শিশুদের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হচ্ছে। থাইরয়েড মেলায় মাত্র ৩০০ টাকা ভিজিটে থাইরয়েড কনসালটেন্ট/অধ্যাপকের সেবা পাওয়া যাবে। এছাড়াও মেলায় ৩ হাজার টাকায় থাইরয়েড চেকআপ (রক্ত, আল্ট্রাসনোগ্রাম এবং ব্লাড গ্রুপিং) করা হচ্ছে এবং এক বছরের কম বয়সের শিশুদের বিনামূল্যে থাইরয়েড চেকআপ করা হচ্ছে।
অনুষ্ঠানে জানানো হয়, থাইরয়েড রোগ ছোঁয়াচে নয়। তবে মা-বাবার থাইরয়েডের সমস্যা থাকলে শিশুদের ক্ষেত্রে এ রোগে আক্রান্তের সংখ্যা ৭০ শতাংশ বেশি। এ অবস্থায় থাইরয়েড রোগ প্রতিরোধ ও প্রতিকারে সচেতনতা সৃষ্টি করা খুবই জরুরি। থাইরয়েড সমস্যা চিকিৎসায় ভালো হয়, অন্যথায় মৃত্যুরও ঝুঁকি থাকে। এজন্য থাইরয়েড রোগের আধুনিক চিকিৎসা পদ্ধতি সম্পর্কে জানাও গুরুত্বপূর্ণ।
চিকিৎসকরা বলেন, জীবনে চারটি সময়ে অবশ্যই থাইরয়েড স্ক্রিনিং করা প্রয়োজন। প্রথমত জন্মের পরপরই, দ্বিতীয়ত বয়ঃসন্ধিকালে, এছাড়াও মায়েদের গর্ভধারণের পূর্বে ও বয়স ৪০ হওয়ার পরপর থাইরয়েড স্ক্রিনিং প্রয়োজন।

You may also like

সম্পাদক : হামীম কেফায়েত

গ্রেটার ঢাকা পাবলিকেশন নিউমার্কেট সিটি কমপ্লেক্স ৪৪/১, রহিম স্কয়ার

নিউমার্কেট, ঢাকা ১২০৫

যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@pran24.com